East Bengal: আগামী মরসুমে একাধিক ফুটবলারের দিকে নজর ইস্টবেঙ্গলের!

People's Reporter: বসুন্ধরা কিংসের তারকা মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে ইস্টবেঙ্গল সই করিয়েছে। দ্বিতীয় বিদেশি হিসেবে সার্বিয়ার ৩০ বছরের সেন্টার ব্যাক ইভান মিলাদিনোওভিচকে তালিকায় রাখা হয়েছে।
ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু
ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুছবি - সংগৃহীত
Published on
Summary

* আগামী মরশুমে ভালো দল গড়তে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

* নজর দেশ বিদেশের একাধিক তারকা খেলোয়াড়ের দিকে।

* নজর ব্রাজিল, আর্জেন্টিনা মত দেশের ফুটবলাররা।

দীর্ঘদিন সাফল্যের ধারে কাছে নেই। প্রায় প্রতি টুর্নামেন্টে ব্যর্থতায় সমর্থকরা হতাশ। মনোবল তলানিতে দলের। এই আভে আগামী মরসুমে ভালো দল করতে তৎপর ইস্টবেঙ্গল কর্তারা। একদিকে যখন মুম্বই এফসি থেকে বিপিন সিংকে নেওয়া হচ্ছে অন্যদিকে দলের বাকি অংশতেও কর্তারা নজর দিচ্ছেন।

বসুন্ধরা কিংসের তারকা মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে ইস্টবেঙ্গল সই করিয়েছে। দ্বিতীয় বিদেশি হিসেবে সার্বিয়ার ৩০ বছরের সেন্টার ব্যাক ইভান মিলাদিনোওভিচকে তালিকায় রাখা হয়েছে। মূলত গতির সঙ্গে পাসিং ফুটবলের জন্য তাঁকে নিচ্ছে দল। শুধু তাই নয় শোনা যাচ্ছে লাতিন আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনার মত দেশের ফুটবলারদেরও টার্গেট করেছে শতাব্দী প্রাচীন ক্লাব।

বিদেশিদের পাশাপাশি দেশি খেলোয়াড়দের ক্ষেত্রেও বিশেষ নজর দিয়ে দল শক্তিশালী করতে মরিয়া ক্লাব কর্তারা। পি ভি বিষ্ণুর সঙ্গে আরও ৩ বছরের চুক্তি নবীকরণ করেছে দল। দলের হেড অব ফুটবল পদে যোগ দিয়েছেন থংবোই সিংটো। তরুণ সাইড ব্যাক অভিষেক সিংয়ের সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল। তাঁকে নিতে হলে ট্রান্সফার ফি দিতে হবে লাল-হলুদকে।

অন্যদিকে রাহুল ভেকের দিকেও নজর রয়েছে ইস্টবেঙ্গলের। চার্চিল ব্রাদার্সের ক্যাপ্টেন হান সিংকেও, লাজংয়ের হার্ডি নংব্রিকের সঙ্গেও ইস্টবেঙ্গল কথাবার্তা এগিয়েছে। গত কয়েক মরসুমে আইএসএলে শুধুই ব্যর্থতা। হতাশ সমর্থকরাও। এবারের মরশুমে সেই হতাশা কাটিয়ে সাফল্যের পথে হাঁটতে চাইছে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু
Sunil Gavaskar: শুবমন নয়, টেস্ট দলের অধিনায়ক হিসেবে গাভাসকরের প্রথম পছন্দ বুমরাহ!
ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু
Carlo Ancelotti: ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ! নয়া চ্যালেঞ্জ কার্লো আনচেলত্তির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in