
চলতি আইএসএল-র প্রথম ৭টি ম্যাচ নিয়ে বর্তমান এবং প্রাক্তন লাল-হলুদ কোচের লড়াই চোখে পড়ার মতো। ইস্টবেঙ্গলের নয়া কোচকে 'নির্বোধ' বলে কটাক্ষ করলেন প্রাক্তন কোচ কুয়াদ্রাত।
নয়া কোচ অস্কারের বক্তব্যতে আহত কুয়াদ্রাত বলেন, 'এগুলো নির্বোধের মতো কথা। ড্রেসিংরুম জানে আমি কতটা পরিশ্রম করেছি। লকার রুমের মানুষরা জানে ক্লাবের ভালোর জন্য আমি কত কী করেছি। সত্যিটা না জেনে মানুষ অনেক মন্তব্য করে। ফুটবলে তো এরকম ঘটনা প্রায়ই ঘটে। আমার এ নিয়ে কোনও সমস্যা নেই। কোনও অভিযোগও নেই। তবে ইস্টবেঙ্গল আবার হারছে সেটা দেখে খারাপ লাগছে।'
উল্লেখ্য, গত মুম্বই ম্য্যচের আগে অস্কার ব্রুজোন বলেছিলেন, 'লিগের প্রথম সাতটা ম্যাচে কোনও পয়েন্ট না পাওয়ায় অনেক পিছিয়ে যেতে হয়েছে আমাদের। এখনও আমাদের লক্ষ্য সেরা ছয়ে পৌঁছনো। আমাদের প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে, পয়েন্ট অর্জন করতে হবে।'
প্রসঙ্গত, চলতি টুর্নামেন্টে প্রথম কয়েকটা ম্যাচে লাগাতার ব্যর্থতায় সমর্থকরা গো ব্যাক স্লোগান দেন কুয়াদ্রাতকে। এরপরই কুয়াদ্রাত পদত্যাগ করেন। কুয়াদ্রাতের হাত ধরেই ১২ বছর পরে সুপার কাপ জেতে ইস্টবেঙ্গল। যা ক্লাবের জাতীয় মঞ্চে সাফল্য ছিল। শনিবারের ডার্বি হারের পরে ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১ নম্বরে আছে ইস্টবেঙ্গল। সুপার সিক্সে যাওয়ার সম্ভবনা একপ্রকার অসম্ভব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন