
টানা ৩ ম্যাচে হারের পরে জয় পেল ইস্টবেঙ্গল। একইসঙ্গে নতুন বছরে এটাই প্রথম জয় তাদের। যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। গোল পেলেন পিভি বিষ্ণু ও হিজাজি মাহের। যদিও ম্যাচে একাধিক গোল সংখ্যা বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি লাল হলুদ ফুটবলাররা।
২১ মিনিটে একক দক্ষতায় প্রথম গোলটা করেন পি ভি বিষ্ণু। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে কেরালা। কিন্তু ৭২ মিনিটে ফের ব্যবধান বাড়িয়ে দেন হিজাজি মাহের। ৮৪ মিনিটে কেরালার হয়ে একটি গোল শোধ করেন দানিশ ফারুক। যদিও এরপর আর গোল হয়নি। এই জয় কিছুটা স্বস্তি দিলেও ১১ নম্বরেই রইল ইস্টবেঙ্গল।
ম্যাচের পরে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন বলেন, ''শেষ কয়েক সপ্তাহে আমরা অনেক ভুগেছি। আমরা আইএসএলের কিছু সেরা ক্লাব যেমন এফসি গোয়া, মোহনবাগান এসজি এবং মুম্বই সিটি এফসির বিপক্ষে ভালো লড়াই করেছি। কিন্তু পয়েন্ট টেবিলের ক্ষেত্রে আমরা খালি হাতে ফিরেছি। তাই এই ম্যাচটি ছিল প্রতিরোধের একটি পরীক্ষা। ছেলেদের লড়াকু মানসিকতা প্রশংসনীয় ছিল। তবে দল মাঝমাঠে নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল"।
তিনি আরও যোগ করেন, "হয়তো প্রথম ১০ মিনিটে আমরা একটু নড়বড়ে ছিলাম এবং শেষ ১৫ মিনিটে কেরালা ব্লাস্টার্স তাদের সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করেছিল। কিন্তু সামগ্রিকভাবে, আমি মনে করি ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। এই ম্যাচ জিতে আমরা সত্যিই স্বস্তি পেয়েছি। মরসুমের বেশিরভাগ সময়ই সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়নি। আশা করি, দীর্ঘ মরশুমে আমাদের সবকিছু ভারসাম্যপূর্ণ হবে। চোট, রক্ষণভাগের সমস্যা এবং খেলার সিদ্ধান্তের প্রভাব এই ম্যাচে ছিল না। আমরা এই তিনটি সমস্যাকে অতিক্রম করতে পেরেছি"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন