East Bengal: এলসের বিকল্প হিসেবে এই দুই বিদেশীর দিকে নজর ইস্টবেঙ্গলের

সূত্রের খবর, দুই বিদেশি ডিফেন্ডারকে চাইছেন লাল হলুদ কর্তারা। যাঁর মধ্যে রয়েছেন ইরাকের ফুটবলার মুস্তফা নাদিম এবং প্যালেস্তাইনের ফুটবলার মহম্মদ সালে।
জর্ডন এলসে
জর্ডন এলসেছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ

ডুরান্ড কাপের ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার জর্ডন এলসে। আগামী ৬ মাস অর্থাৎ গোটা আইএসএলেই একপ্রকার মাঠের বাইরে থাকবে তিনি। এই পরিস্থিতিতে তার বিকল্প খোঁজার কাজ শুরু করেছে শতবর্ষ প্রাচীন ক্লাব।

সূত্রের খবর, দুই বিদেশি ডিফেন্ডারকে চাইছেন লাল হলুদ কর্তারা। যাঁর মধ্যে রয়েছেন ইরাকের ফুটবলার মুস্তফা নাদিম এবং প্যালেস্তাইনের ফুটবলার মহম্মদ সালে। তাঁদের দুইজনেরই ৬ ফুটের বেশি উচ্চতা। সূত্রের খবর, ক্লাব কর্তারা ইতিমধ্যেই এই দুই ফুটবলারদের নাম ইনভেস্টর ইমামির কাছে সুপারিশ করেছেন। আর কোচ কার্লেস কুয়াদ্রাতও ওই দুই বিদেশিকে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

গত রবিবার ডার্বিতে ইস্টবেঙ্গলের রক্ষণ আগলানোর দায়িত্বে ছিলেন জর্ডন। কিন্তু ম্যাচের ৩৫ মিনিটের মাথায় হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর পরিবর্তে নামেন হোসে পার্দো। ম্যাচের শেষে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও বলেছিলেন, জর্ডনের চোট গুরুতর বলেই মনে হচ্ছে। সোমবার ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া বেশ কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে এই সময়ে ক্লাব তাঁকে সবরকম ভাবে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

যদিও তাদের রক্ষণে আরও এক বিদেশি ডিফেন্ডার পার্দো রয়েছেন। এখন তাঁকেই হরমনজ্যোৎ সিং খাবরা, মন্দার রাও দেশাইদের সঙ্গে রক্ষণ সামলাতে হবে। এ লিগের ক্লাব পারথ্ গ্লোরি থেকে ইস্টবেঙ্গলে এসেছেন এলসে। অ্যাডিলেড থেকে উঠে আসা ২৯ বছর বয়সী এই ফুটবলার ২০১৫-১৬ মরশুমে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে এ লিগের চ্যাম্পিয়নশিপ খেতাব ও প্রিমিয়ারশিপ খেতাব জেতেন। এছাড়া ওই ক্লাবের হয়েই ২০১৮ ও ২০১৯-এ অস্ট্রেলিয়া কাপও জেতেন তিনি। অ্যাডিলেডের ক্লাবের ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত খেলেন তিনি। তারপরে নিউক্যাসল জেটসে সই করেন।

নিউক্যাসলের ক্লাবে দুই মরশুমে ৩৫টি ম্যাচ খেলার পরে চলতি জানুয়ারিতে পার্থ গ্লোরিতে যোগ দেন এলসে। এ লিগে খেলার সময়ও দু-দু’বার তিনি হাঁটুতে চোট পেয়েছিলেন। এবারের চোট সেই একই জায়গায় কী না, জানা যায়নি।

জর্ডন এলসে
Derby: সতর্ক দুই প্রধান, পরবর্তী ডার্বির আগে সমর্থকদের উদ্দেশ্যে যৌথ সাংবাদিক সম্মেলনের ডাক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in