

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বিপক্ষের আত্মঘাতী গোলে হার বাঁচালো বার্সেলোনা। অন্যদিকে ডর্টমুন্ডকে ৪-১ ব্যবধানে পরাস্ত করল ম্যান সিটি।
বুধবার মধ্যরাতে বার্সার বিরুদ্ধে ৩ বার লিড নিয়েও ম্যাচ ড্র করেছে ক্লাব ব্রুগ। ম্যাচের ৬ মিনিটের মাথায় নিকোলো ট্রেসোলডির গোলে এগিয়ে যায় ক্লাব ব্রুগ। ৮ মিনিটেই ফেরান তোরেস গোল করে বার্সাকে সমতায় ফেরান। এরপর ১৭ মিনিটে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন কার্লোস ফোর্বস। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ৬১ মিনিটে লামিনে ইয়ামাল সমতায় ফেরার বার্সাকে। কিন্তু ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে ক্লাব ব্রুগকে লিড এনে দেন কার্লোস। তবে লিড ধরে রাখতে ব্যর্থ হন তাঁরা। ৭৭ মিনিটে ইয়ামালের শট ক্রিস্টসের মাথায় লেগে গোল হয়ে যায়। খেলার ফলাফল বার্সেলোনা ৩ এবং ক্লাব ব্রুগ ৩। এখনও পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মোট ৪টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। যার মধ্যে ২টি জয় ১টি হার এবং ১টি ম্যাচ ড্র করেছে তারা।
এছাড়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ৪-১ গোলে জয় পেয়েছে ম্যান সিটি। ইংলিশ ক্লাবের হয়ে জোড়া গোল করেন ফিল ফোডেন (২২ এবং ৫৭ মিনিটে), ১টি করে গোল করেন আর্লিং হলান্ড (২৯ মিনিট) এবং রায়ান (৯০+১ মিনিটে)। ৪ ম্যাচে সিটির পয়েন্ট ৯ এবং ডর্টমুন্ডের পয়েন্ট ৭।
অন্য ম্যাচে কাইরাটকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান, মার্শেলিকে ১-০ ব্যবধানে পরাজিত করেছেন আটালান্টা, বেনফিকার বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে লেভারকুসেন। এছাড়া অ্যাজাক্সকে ৩-০ গোলে পরাজিত করেছে গালাতাসারে, অ্যাথলেটিক ক্লাবকে ২-০ ব্যবধানে হারিয়েছে নিউক্যাসেল এবং চেলসি বনাম কারাবাগ ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন