'আইপিএল খেলো না', বিশ্বকাপের আগে বুমরাহদের চোট নিয়ে ক্ষুব্ধ কপিল দেব

২০১৬ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের প্রতিটি ম্যাচ খেলছেন বুমরাহ। সমালোচকরা বলছেন আইপিএলে খেলার সময় সুস্থ অথচ দেশের জার্সিতে খেলতে গেলেই চোট।
কপিল দেব
কপিল দেবফাইল ছবি

চোটে ভুগছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপের অংশ হতে পারেননি। চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে ফিরলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারকা স্পিড স্টারকে পাবেনা দল। বুমরাহর এই চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় বড় বেশ সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা নিশানা করেছে আইপিএলকে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও।

২০১৬ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের প্রতিটি ম্যাচ খেলছেন বুমরাহ। সমালোচকরা বলছেন আইপিএলে খেলার সময় সুস্থ অথচ দেশের জার্সিতে খেলতে গেলেই চোট। এ প্রসঙ্গে কপিল দেব জানালেন, যদি শরীরের ওপর অতিরিক্ত ধকল হয় তবে ক্রিকেটারদের আইপিএল খেলা ছাড়তে হবে।

একটি অনুষ্ঠানে ক্রিকেটারদের চোট প্রসঙ্গে 'হরিয়ানা হ্যারিকেন' বলেন, "আমি টেলিভিশনে ক্রিকেটারদের অনেকবার বলতে শুনেছি আইপিএলে খেলার সময় চাপ খুব বেশি থাকে। শরীরের ওপর ধকল যায়। আমি শুধু একটা কথাই বলতে চাই, যদি চাপ মনে হয় তবে আইপিএল খেলো না।"

কিংবদন্তী অলরাউন্ডার আরও বলেন, আমি আমেরিকান শব্দ প্রেসার কিংবা ডিপ্রেশনের অর্থ বুঝি না। কৃষক পরিবার থেকে এসেছি খেলার প্রতি ভালোবাসা নিয়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যাতে খেলার সময় বৃষ্টি না হয়। ক্রিকেটকে উপভোগ করেছি বলেই খেলেছি। ভালোবাসাতেও চাপ থাকে না। খেলার প্রতি ভালোবাসা আমাদের অটুট। ফলে খেলা উপভোগ করলে সেখানে চাপ বলে কিছুই থাকে না।

এর পাশাপাশি মানকাডিং আউট নিয়েও কথা বলেন কপিল দেব। তাঁর মতে, এই ধরনের আউট নিয়ে বিতর্ক বন্ধে নতুন নিয়ম চালু করা উচিত। যেখানে ডেলিভারির আগে ক্রিজ থেকে ব্যাটার বেরিয়ে গেলে যে রানটি হবে তাকে শর্ট রান হিসেবে চিহ্নিত করা দরকার। অর্থাৎ ব্যাটারের থেকে একটা রান কেটে নেওয়া প্রয়োজন।

কপিল দেব
Jasprit Bumrah: T-20 বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়ে হতাশ বুমরাহ
কপিল দেব
FIFA Rankings: দুই ধাপ পিছিয়ে গেল ভারত, শীর্ষে থেকে বিশ্বকাপ খেলবে ব্রাজিল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in