FIFA Rankings: দুই ধাপ পিছিয়ে গেল ভারত, শীর্ষে থেকে বিশ্বকাপ খেলবে ব্রাজিল

প্রথম পাঁচ স্থানের মধ্যে কোনো পরিবর্তনই হয়নি। ব্রাজিলের পরবর্তী চারটি স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ড।
ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল ভারত, শীর্ষে থেকে বিশ্বকাপ খেলবে ব্রাজিল
ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল ভারত, শীর্ষে থেকে বিশ্বকাপ খেলবে ব্রাজিলফাইল ছবি
Published on

ভারতের সিনিয়র ফুটবল দলের জন্য খবরটা মোটেও ভালো নয়। সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেলেন সুনীল ছেত্রীরা। কাতার বিশ্বকাপের আগে প্রকাশিত শেষ ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রেখেছে ব্রাজিল। শীর্ষে থেকেই বিশ্বকাপের বিশ্বযুদ্ধে নামছে সেলেসাওরা। প্রথম পাঁচ স্থানের মধ্যে কোনো পরিবর্তনই হয়নি। ব্রাজিলের পরবর্তী চারটি স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ড।

সম্প্রতি একদমই ছন্দে নেই টিম ইন্ডিয়া। ভিয়েতনাম সফরে গিয়ে একটি ম্যাচেও জয় পায়নি ভারত। সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে এবং ভিয়েতনামের বিপক্ষে হারতে হয়েছে ০-৩ গোলে। যার প্রভাব পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। মূলত নেশনস লীগের মোট ৫৩টি ম্যাচ ও ১১৯টি ফ্রেন্ডলি ম্যাচে দলগুলোর পারফরম্যান্সের বিচারেই নতুন ব়াঙ্কিং প্রকাশ করেছে ফিফা। সেই তালিকায় ভারত ১০৪ নম্বর থেকে নেমে গিয়েছে ১০৬ নম্বরে।

শনিবার প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে পরিবর্তন হয়েছে কেবল একটিতে। ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারলেও এক ধাপ এগিয়ে ছ'নম্বরে উঠে এসেছে ইতালি। স্পেন নেমে গিয়েছে ছ'নম্বর থেকে সাতে। অষ্টম, নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, পর্তুগাল এবং ডেনমার্ক।

র‌্যাংকিং-এ বড় লাফ দিয়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। তিন ধাপ এগিয়ে লুকা মড্রিচেরা এসেছে ১২ নম্বরে।

২০ নভেম্বর কাতারে উঠবে বিশ্বকাপের পর্দা। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বকাপ শেষের পর ২২ ডিসেম্বর ফের প্রকাশ করা হবে ফিফার নতুন র‌্যাংকিং।

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল ভারত, শীর্ষে থেকে বিশ্বকাপ খেলবে ব্রাজিল
IND VS SA: চোটের জন্য ছিটকে গেলেন চাহার, বাকি দুই ম্যাচে ডাক তারকা অলরাউন্ডারকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in