
ইংল্যান্ড সিরিজে অসাধারণ ফর্মে ছিলেন ভারত অধিনায়ক শুবমন গিল (Shubman Gill)। সর্বাধিক রানের মালিকও তিনি। তারপরেও আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ প্রথম দশে জায়গাই হল না গিলের। যা অনেককেই অবাক করেছে।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ৭৫৪ রান করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হন শুবমন গিল। এই রানসংখ্যা কোনও টেস্ট সিরিজে অধিনায়কের করা দ্বিতীয় সর্বোচ্চ রান। এই তালিকায় শীর্ষে রয়েছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (৮০১ রান ইংল্যান্ডের বিপক্ষে)।
তবে চমকপ্রদ এই রেকর্ডের পরেও গিল পিছিয়ে পড়েছেন আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে। সিরিজের শেষ টেস্টে মাত্র ৩২ রান করার কারণে, তিনি চার ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমে এসেছেন। শেষ টেস্টের আগে গিল ছিলেন নবম স্থানে।
অন্যদিকে, শেষ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিহাস গড়েছেন দুই ভারতীয় পেসার মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। ওভাল টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন সিরাজ। তার সুবাদে তিনি র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন। এটি তাঁর কেরিয়ারের সেরা স্থান এবং তাঁর রেটিং পয়েন্ট এখন ৬৭৪।
প্রসিদ্ধ কৃষ্ণ ওভালে ৮ উইকেট তুলে ২৫ ধাপ উন্নতি করে ৫৯ নম্বরে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩৬৮, এটিও তাঁর কেরিয়ারের সর্বোচ্চ।
এছাড়াও ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন এবং জশ টাং ওভাল টেস্টে ৮ উইকেট করে নিয়ে নিজেদের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন। অ্যাটকিনসন প্রথমবারের মতো টেস্ট বোলারদের শীর্ষ দশে ঢুকেছেন এবং টাং ১৪ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে উঠেছেন।
ব্যাটসম্যানদের তালিকায় ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ওভালে শতরান করার সুবাদে তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে পৌঁছেছেন। তাঁর রেটিং পয়েন্ট এখন ৭৯২। ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন