Bengaluru FC: অনিশ্চিত ISL, অনির্দিষ্টকালের জন্য বেতন বন্ধ হল সুনীল ছেত্রীদের!

People's Reporter: সমস্যায় পড়লেন বেঙ্গালুরু এফসির ফুটবলাররা। তাঁদের আর বেতন দেবে না ক্লাব। সোমবার রাতে একটি বিবৃতি জারি করে তা স্পষ্ট করেছে বেঙ্গালুরু এফসি।
সুনীল ছেত্রীদের বেতন বন্ধ করল বেঙ্গালুরু এফসি
সুনীল ছেত্রীদের বেতন বন্ধ করল বেঙ্গালুরু এফসিছবি - বেঙ্গালুরু এফসির ফেসবুক পেজ
Published on

অনির্দিষ্টকালের জন্য বেতন বন্ধ হল বেঙ্গালুরু এফসির প্রথম সারির সমস্ত ফুটবলার ও স্টাফদের। আইএসএল-র অনিশ্চয়তার কারণে এই ‘কঠিন’ সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরু এফসির কর্মকর্তারা। যা ভারতীয় ফুটবলের জন্য আশানুরূপ নয়।

সমস্যায় পড়লেন বেঙ্গালুরু এফসির ফুটবলাররা। তাঁদের আর বেতন দেবে না ক্লাব। সোমবার রাতে একটি বিবৃতি জারি করে তা স্পষ্ট করেছে বেঙ্গালুরু এফসি। বিবৃতিতে জানানো হয়, “ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে, বেঙ্গালুরু ফুটবল ক্লাব দলের খেলোয়াড় এবং কর্মীদের বেতন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছে”।

বিবৃতিতে আরও বলা হয়, “ভারতে একটি ফুটবল ক্লাব পরিচালনা এবং টিকিয়ে রাখা সবসময়ই কঠিন পদক্ষেপ ছিল, যা আমরা সবকিছু একপাশে রেখে মরসুমের পর মরসুম করে আসছি। তবে লিগের ভবিষ্যতের বিষয়ে স্পষ্টতার অভাবের কারণে আমাদের এই পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। আমাদের খেলোয়াড়, কর্মী এবং তাঁদের পরিবারের ভবিষ্যৎ এবং সুস্থতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা একটি সমাধানের জন্য অপেক্ষা করছি এবং তাঁদের সাথে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছি”।

তারা এও জানায়, “ক্লাব খেলাধূলার বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের যুব দল - পুরুষ এবং মহিলা ও বিএফসি সকার স্কুলগুলির সাথে আমাদের কার্যক্রম এই সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হয়নি। আমরা এআইএফএফ এবং এফএসডিএলকে এই অচলাবস্থা দ্রুত শেষ করার জন্য অনুরোধ করছি। এই অনিশ্চয়তা কারও উপকার করে না এবং ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য একটি দ্রুত সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

উল্লেখ্য, AIFF কর্মকর্তারা ভারতীয় ফুটবল সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য ৭ আগস্ট, ২০২৫, বৃহস্পতিবার নয়াদিল্লিতে ৮টি ইন্ডিয়ান সুপার লিগ ক্লাবের সিইওদের সাথে দেখা করবেন। জানা যাচ্ছে এই বৈঠকে আইএসএল নিয়েও কোনও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সুনীল ছেত্রীদের বেতন বন্ধ করল বেঙ্গালুরু এফসি
ENG vs IND Test: ওভালে বিশ্বরেকর্ড জো রুটের! প্রথম ব্যাটার হিসেবে WTC-তে ৬০০০ রান ইংল্যান্ড তারকার
সুনীল ছেত্রীদের বেতন বন্ধ করল বেঙ্গালুরু এফসি
AIFF: জল্পনার অবসান, ভারতের নতুন কোচ হিসেবে খালিদকেই বেছে নিল ফেডারেশন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in