

সত্যিই ময়দানে কত কিছুই না ঘটে। যে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আর ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার প্রায়ই একে অন্যের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে সাংবাদিক বৈঠক করেন সেই দেবাশিস আর দেবব্রতই এক মঞ্চে!
দেবাশিস দত্ত আবার মোহনবাগান দিবসে গলায় দিলেন ইস্টবেঙ্গলের দেওয়া লাল হলুদ উত্তরীয়। হয়তো নিছকই সৌজন্য। দিলেন সম্প্রীতির বার্তাও। শনিবার প্রাক্তন ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী "ষোলো আনা বাবলু" প্রকাশিত হয় মোহনবাগান মাঠে।
সেখানে সুব্রতকে লাল হলুদ উত্তরীয়, মানপত্র, শতবর্ষের স্মারক, পুস্প স্তবক দিয়ে শুভেচ্ছা জানান ইস্টবেঙ্গল ক্লাবের সহ সচিব রূপক সাহা ও শীর্ষকর্তা দেবব্রত সরকার। অনুষ্ঠানে উপস্থিত সুব্রত ভট্টাচার্যের জামাই তথা ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রীকেও সংবর্ধনা জানানো হয়।
'মোহনবাগান দিবস' উপলক্ষ্যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়। মোহনবাগানের ক্লাব সচিব দেবাশিস দত্তকে লাল হলুদ উত্তরীয়, পুস্পস্তবক ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সুব্রত ইস্টবেঙ্গলে খেলেননি কিন্তু কোচিং করান। দেবব্রত সরকার জানান, 'একজন প্রশাসক হিসেবে বাবলু দাকে নিতে চাইতাম'।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন