

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরে যোগদান নিয়ে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওডিয়ন ইঘালো। তাঁর মতে রোনাল্ডো এখন প্যাশন নয় কেবল টাকার জন্য খেলেন। ইঘালোর এই মন্তব্য নিয়ে গোটা ফুটবল জগতে বিতর্ক শুরু হয়েছে।
এক সাক্ষাৎকারে ওডিয়ন বলেন, ফুটবলটা আমার কাছে প্যাশনের মতো ছিল তরুণ বয়সে। এখন শুধু অর্থ উপায়ের মাধ্যম। কারণ যে প্যাশন, যে আগ্রহ নিয়ে প্রথম ফুটবল খেলতে শুরু করেছিলাম তা হারিয়ে ফেলেছি। এখন আমার যা বয়স তাতে খেলোয়াড় হিসেবে একদম শেষের পর্যায়। ফলে আমাকে অর্থের কথা চিন্তা করতেই হবে।
তিনি আরও বলেন, 'অনেক ফুটবলার বলেন তাঁরা এখনও প্যাশনের জন্য খেলেন। ওটা সত্য কথা নয়। সকলেই শেষের দিকে টাকার জন্যই খেলে। আপনারা কী ভাবছেন রোনাল্ডো আল নাসারে গেছেন প্যাশনের জন্য গেছেন? তাহলে ভুল ভাবছেন। ফুটবল জীবনে রোনাল্ডো আমার থেকে ১০০ গুন বেশী উপার্জন করেছেন। তারপরেও ৩৮ বছর বয়সে সৌদি আরবে এসেছেন। এখন প্যাশন নয়। শুধুমাত্র টাকার জন্য খেলছেন। কারণ সৌদি লিগে প্রচুর টাকা'।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৩টি ম্যাচ খেলেছিলেন ইঘালো। গোল করেছিলেন ৫টি। ২০২২ থেকে ২০২৩ পর্যন্ত সৌদির ক্লাব আল হিলালেও খেলেছেন। ওয়াটফোর্ডের হয়ে ২০১৪-২০১৭ সাল পর্যন্ত খেলেছেন। এছাড়া তিনি নাইজেরিয়ার জাতীয় দলের হয়েও খেলছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন