

বিশ্ব দাবায় ভারতের বাজিমাত। চ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ (Dommaraju Gukesh)। তিনি চিনের ডিং লিরেনকে পরাজিত করে এই খেতাব অর্জন করলেন। বিশ্ব দাবার ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্ব জয় করলেন।
বৃহস্পতিবার সিঙ্গাপুরে নির্ণায়ক ১৪ তম গেমে গুকেশ লিরেনকে পরাজিত করে খেতাব জিতে নেন। এদিন গুকেশ খেলেন কালো ঘুঁটিতে এবং লিরেন খেলেন সাদা ঘুঁটিতে। ১৪ গেমের শেষে গুকেশের পয়েন্ট দাঁড়ায় ৭.৫ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী লিরেনের পয়েন্ট দাঁড়ায় ৬.৫।
গুকেশ বনাম লিরেনের মধ্যে হওয়া চতুর্দশ ম্যাচের আগে গুকেশ জয়ী হয়েছিলেন তৃতীয় এবং একাদশ ম্যাচে। তাঁর প্রতিদ্বন্দ্বী লিরেন জয়ী হন প্রথম এবং দ্বাদশ ম্যাচে। এদিন চতুর্দশ গেমে জয় ছিনিয়ে নিয়ে খেতাব জয় করেন গুকেশ। দু’জনের মধ্যে বাকি গেমগুলি ড্র হয়।
ডিং লিরেনকে পরাজিত করার পর গুকেশই হলেন দাবায় কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন। বর্তমানে তাঁর বয়স ১৮ বছর ৮ মাস ১৪ দিন। এর আগে এই রেকর্ড ছিল গ্যারি কাসপারভ-এর দখলে। তিনি ২২ বছর ৬ মাস ২৭ দিন বয়সে এই খেতাব জয় করেছিলেন। ১৯৮৫ সালে ২২ বছর বয়সে তিনি আনাতোলি কারপভকে পরাজিত করেছিলেন।
গুকেশ-এর আগে ভারতের বিশ্বনাথন আনন্দ পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হন। তিনি ২০০০, ২০০৭, ২০০৮, ২০১০ এবং ২০১২ সালে এই খেতাব জয় করেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন