D Gukesh: বিশ্ব দাবায় বাজিমাত - চিনের ডিং লিরেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ

People's Reporter: বৃহস্পতিবার সিঙ্গাপুরে নির্ণায়ক ১৪ তম গেমে গুকেশ লিরেনকে পরাজিত করে খেতাব জিতে নেন। এদিন গুকেশ খেলেন কালো ঘুঁটিতে এবং লিরেন খেলেন সাদা ঘুঁটিতে।
দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ
দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ ছবি ফিডে এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

বিশ্ব দাবায় ভারতের বাজিমাত। চ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ (Dommaraju Gukesh)। তিনি চিনের ডিং লিরেনকে পরাজিত করে এই খেতাব অর্জন করলেন। বিশ্ব দাবার ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্ব জয় করলেন।

বৃহস্পতিবার সিঙ্গাপুরে নির্ণায়ক ১৪ তম গেমে গুকেশ লিরেনকে পরাজিত করে খেতাব জিতে নেন। এদিন গুকেশ খেলেন কালো ঘুঁটিতে এবং লিরেন খেলেন সাদা ঘুঁটিতে। ১৪ গেমের শেষে গুকেশের পয়েন্ট দাঁড়ায় ৭.৫ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী লিরেনের পয়েন্ট দাঁড়ায় ৬.৫।

গুকেশ বনাম লিরেনের মধ্যে হওয়া চতুর্দশ ম্যাচের আগে গুকেশ জয়ী হয়েছিলেন তৃতীয় এবং একাদশ ম্যাচে। তাঁর প্রতিদ্বন্দ্বী লিরেন জয়ী হন প্রথম এবং দ্বাদশ ম্যাচে। এদিন চতুর্দশ গেমে জয় ছিনিয়ে নিয়ে খেতাব জয় করেন গুকেশ। দু’জনের মধ্যে বাকি গেমগুলি ড্র হয়।

ডিং লিরেনকে পরাজিত করার পর গুকেশই হলেন দাবায় কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন। বর্তমানে তাঁর বয়স ১৮ বছর ৮ মাস ১৪ দিন। এর আগে এই রেকর্ড ছিল গ্যারি কাসপারভ-এর দখলে। তিনি ২২ বছর ৬ মাস ২৭ দিন বয়সে এই খেতাব জয় করেছিলেন। ১৯৮৫ সালে ২২ বছর বয়সে তিনি আনাতোলি কারপভকে পরাজিত করেছিলেন।

গুকেশ-এর আগে ভারতের বিশ্বনাথন আনন্দ পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হন। তিনি ২০০০, ২০০৭, ২০০৮, ২০১০ এবং ২০১২ সালে এই খেতাব জয় করেন।

দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ
Mohammad Shami: অস্ট্রেলিয়া যাবেন শামি? NCA-র সবুজ সঙ্কেতের অপেক্ষায় তারকা পেসার
দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ
ICC Test Rankings: লাগাতার ব্যর্থতা, আইসিসি ক্রম তালিকায় পতন রোহিত-বিরাটের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in