Cricket World Cup 2023: শচীনের সামনেই 'মাস্টার ব্লাস্টারে'র বিশ্বরেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

People's Reporter: চলতি মরশুম নিয়ে মোট ৮ বার ১০০০ অথবা তার বেশি রান করলেন 'কিং কোহলি'। শচীন করেছিলেন ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ২০০০, ২০০৩ এবং ২০০৭ সালে।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক

কিংবদন্তি শচীন তেন্ডুলকরের গড়া বিশ্বরেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৮ মরশুমে ১০০০ বা তার অধিক রান করলেন কোহলি। তবে ৪৯তম সেঞ্চুরি করে শচীন তেন্ডুলকরকে স্পর্শ করার সুযোগ থাকলেও সেটা হলো না।

শচীন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ভেঙেছেন কোহলি। শচীন ৭টি মরশুমে ১০০০ অথবা তার অধিক রান করেছিলেন। ওয়াংখেড়েতে সেই রেকর্ডও ভেঙে দিলেন তিনি। চলতি মরশুম নিয়ে মোট ৮ বার ১০০০ অথবা তার বেশি রান করলেন 'কিং কোহলি'। শচীন করেছিলেন ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ২০০০, ২০০৩ এবং ২০০৭ সালে। কোহলি করেছেন ২০০১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২৩ মরশুমে।

টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। ম্যাচের শুরুতেই ভারত রোহিত শর্মার উইকেট হারায়। তারপর হাল ধরেন কোহলি এবং শুবমন গিল। দু'জনেই হাফ-সেঞ্চুরি করেন। একটা সময় মনে হচ্ছিল দুই ব্যাটারের কাছ থেকে সেঞ্চুরি দেখতে পাবেন ওয়াংখেড়ের দর্শকরা। কিন্তু গিল আউট হয়ে যান ৯২ রানে। কোহলি আউট হন ৮৮ রানে। শ্রেয়স কুমার আউট হয়েছেন ৮২ রানে।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছে ভারত। এখন ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা এবং শামি।

তিনটি সেঞ্চুরি দেখা থেকে বঞ্চিত হলেন ওয়াংখেড়ের দর্শকরা। সকলেই চাইছিলেন শচীনের উপস্থিতিতে ওয়াংখেড়ের মাঠে সেঞ্চুরির রেকর্ড গড়ুক বিরাট। কিন্তু তা হলো না। এখন দেখার বিরাটের ব্যাট থেকে ৪৯তম সেঞ্চুরি দেখার জন্য ক'টা ম্যাচ অপেক্ষা করতে হয়।

বিরাট কোহলি
ISL 2023-24: তারকাদের ছাড়াই জামশেদপুর বধে খুশি মোহনবাগান কোচ
বিরাট কোহলি
Cricket World Cup 2023: টিকিট বিক্রি নিয়ে বিতর্ক, এই প্রথম কোনো সিএবি কর্তাকে থানায় তলব

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in