Cricket World Cup 2023: টিকিট বিক্রি নিয়ে বিতর্ক, এই প্রথম কোনো সিএবি কর্তাকে থানায় তলব

People's Reporter: বিশ্বকাপে মেম্বারদের টিকিট না পাওয়া থেকে নানা ইস্যুতে জর্জরিত সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। এবার সিএবি কর্তাকে ময়দান থানায় তলব করা হয়েছে।
Cricket World Cup 2023: টিকিট বিক্রি নিয়ে বিতর্ক, এই প্রথম কোনো সিএবি কর্তাকে থানায় তলব
ছবি প্রতীকী

বিশ্বনাথ দত্ত, জগমোহন ডালমিয়ারা নেই। বিশ্বরূপ দে, সমর পাল অথবা অভিষেক ডালমিয়ারা বোধহয় অট্টহাসি হাসছেন বর্তমান সিএবি কর্তাদের অবস্থা দেখে। অতীতে ইডেন বিশ্বকাপ ম্যাচ থেকে শুরু করে অনেক বড় বড় ম্যাচ আয়োজন করেছে। কিন্তু কোনোদিন কোনো সিএবি কর্তাদের থানায় যেতে হয়নি। এবার হল।

বিশ্বকাপে মেম্বারদের টিকিট না পাওয়া থেকে নানা ইস্যুতে জর্জরিত সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। এবার সিএবি কর্তাকে ময়দান থানায় তলব করা হয়েছে। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ৫ নভেম্বর। এই ম্যাচের টিকিট বিক্রিতে অস্বচ্ছতা-সহ গুরুতর অভিযোগ তুলে এক ব্যক্তি এফআইআর দায়ের করেন ময়দান থানায়। যার ভিত্তিতেই তলব করা হলো সিএবির প্রতিনিধিকে। সেই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে 'বুক মাই শো' নামক অ্যাপের প্রতিনিধিকেও।

ময়দান থানার প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এক ক্রিকেটপ্রেমী অনলাইন পোর্টালে টিকিট কাটার পদ্ধতিতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, বিসিসিআই, সিএবি ও বুক মাই শো-র দ্বারাই টিকিট সরিয়ে রাখা হয়েছে। ফলে সাধারণ মানুষ নির্ধারিত পদ্ধতি মেনে টিকিট কাটতে পারছেন না। কালোবাজারিকে মদত দিতেই এটা করা হয়েছে বলে অভিযোগ।

এফআইআর দায়ের হওয়ার পরই সিএবি ও বুক মাই শো-র কাছে নোটিশ পাঠায় ময়দান থানা। তদন্তে সহযোগিতা করার জন্য ডেকে পাঠানো হয়েছে সিএবি ও টিকিট বিক্রির দায়িত্বে থাকা অনলাইন পোর্টালের প্রতিনিধিদের। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি থানায় যাবেন, নাকি অন্য কাউকে পাঠাবেন সেটা দেখার।

Cricket World Cup 2023: টিকিট বিক্রি নিয়ে বিতর্ক, এই প্রথম কোনো সিএবি কর্তাকে থানায় তলব
PV Sindhu: পি ভি সিন্ধুর প্রিয় ক্রিকেটার কে জানেন?
Cricket World Cup 2023: টিকিট বিক্রি নিয়ে বিতর্ক, এই প্রথম কোনো সিএবি কর্তাকে থানায় তলব
Cricket World Cup 2023: বিরাটের জন্মদিনে ইডেনে বিশেষ পরিকল্পনা সিএবি-র!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in