Cricket World Cup 2023: বিরাটের জন্মদিনে ইডেনে বিশেষ পরিকল্পনা সিএবি-র!

People's Reporter: সিএবি সূত্রে খবর, মাঠে সমস্ত দর্শকদের কোহলির মুখোশ দেওয়া, ম্যাচের মাঝে কেক কাটার অনুমতি পাওয়া গেছে আইসিসির থেকে।
ইডেন গার্ডেনস
ইডেন গার্ডেনসছবি - বিসিসিআই-র ওয়েবসাইট

ইডেনে বিশ্বকাপের ম্যাচ নিয়ে রাজ্যবাসীর তেমন আগ্রহ চোখে পড়ছে না। যাবতীয় যা আগ্রহ তা আগামী রবিবার অর্থাৎ ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে। সেদিন আবার বিরাট কোহলির জন্মদিন। বিরাটের জন্মদিনকে স্পেশাল করতে নানা পরিকল্পনা রয়েছে সিএবির।

সিএবি সূত্রে খবর, মাঠে সমস্ত দর্শকদের কোহলির মুখোশ দেওয়া, ম্যাচের মাঝে কেক কাটার অনুমতি পাওয়া গেছে আইসিসির থেকে। কিন্তু এখনও অনেক কিছুরই সবুজ সংকেত মেলেনি। যেমন আইসিসির অনুমতি এখনও আসেনি ম্যাচের প্রথম ইনিংসের পরে লেজার শো এবং শিল্পা রাওয়ের গানের অনুষ্ঠানের।

বাকেট সিট বসার পর ইডেনের আসন সংখ্যা এখন ৬৫,৪০০। সেই সংখ্যক বিরাটের মুখোশ থাকবে সেদিন। কত সংখ্যক টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে তা জানায়নি সিএবি।

কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কাউন্টার থেকে টিকিট বিক্রির কথা জানানো হলেও সিএবির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল বা ওয়েবসাইট থেকে টিকিট বিক্রির কোথা জানানো হয়নি। কেন তা করা হয়নি, তা নিয়ে সরব হয়েছেন অনেকেই। এই নিয়ে একটু চাপে রয়েছে সিএবি। আপাতত ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচে নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে চর্চা চলছে।

ইডেন গার্ডেনস
Cricket World Cup 2023: বাংলাদেশ-পাক ম্যাচে ইডেনে উড়লো প্যালেস্টাইনের পতাকা! গ্রেফতার ৪
ইডেন গার্ডেনস
Cricket World Cup 2023: পাকিস্তানের পাশে দাঁড়িয়ে আম্পায়ারিং ও ICC-র নিয়ম নিয়ে ক্ষোভ হরভজনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in