Cricket World Cup 2023: পাকিস্তানের পাশে দাঁড়িয়ে আম্পায়ারিং ও ICC-র নিয়ম নিয়ে ক্ষোভ হরভজনের

People's Reporter: হরভজন লেখেন, খারাপ আম্পায়ারিং এবং খারাপ নিয়মের জন্য পাকিস্তানকে হারতে হয়েছে। আইসিসির উচিত এই নিয়মের পরিবর্তন করা।
হরভজন সিং
হরভজন সিংছবি - হরভজন সিং-র ফেসবুক পেজ
Published on

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পাশে দাঁড়িয়ে আইসিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হরভজন সিং। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ম্যাচে পাকিস্তানের হার নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন এই ভারতীয় স্পিনার।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেও হারতে হয়েছে পাকিস্তানকে। তবে এই হারের জন্য পাকিস্তানকে দায়ী করতে নারাজ হরভজন সিং। বরং আম্পায়ার এবং টেকনোলোজিকে দায়ী করলেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "খারাপ আম্পায়ারিং এবং খারাপ নিয়মের জন্য পাকিস্তানকে হারতে হয়েছে। আইসিসির উচিত এই নিয়মের পরিবর্তন করা। বল উইকেটে স্পর্শ করলে আম্পায়ার আউট দিক বা না দিক সেটা আউট হিসেবেই ধরা উচিত। প্রযুক্তির ব্যবহার তাহলে কীসের জন্য?"

এই হার প্রসঙ্গে পাক অধিনায়ক বাবর আজম বলেন, "আমরা জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরেছি। পুরো দলের জন্য খুবই হতাশাজনক ব্যাপার। খুব ভালোভাবে লড়াই করেছি সবাই। ফাস্ট বোলার ও স্পিনারদের জন্য খেলাটা বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের। এটা খেলার অংশ। এমন হতেই পারে।"

তিনি আরও বলেন, "আম্পায়ার যদি আউট দিতেন তাহলে আমাদের জয় নিশ্চিত ছিল। আমরা পয়েন্ট পেতাম। তবে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। পরের ৩টি ম্যাচে নিজেদের সর্বস্ব দিয়ে খেলার চেষ্টা করবো"।

প্রসঙ্গত, গতকাল ম্যাচে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১টি উইকেট। এমন অবস্থায় এলবিডব্লিউ-র আবেদন করেন পাকিস্তান। কিন্তু আম্পায়ার নট আউট দেন। রিভিউ নেন অধিনায়ক বাবর। প্রযুক্তির মাধ্যমে দেখা যায় বল উইকেট স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে। ফলে 'আম্পায়ারস কল' নিয়মের জন্য পাকিস্তান উইকেট থেকে বঞ্চিত হয়। ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। আম্পায়ারের ওই সিদ্ধান্ত থেকেই বিতর্কের সূত্রপাত।

হরভজন সিং
Asian Para Games 2023: ফের ইতিহাস! প্যারা গেমসেও পদকের সেঞ্চুরি ভারতীয় অ্যাথলিটদের
হরভজন সিং
Cricket World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের অনুশীলনে একাধিক চমক!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in