Cricket World Cup 2023: সেমির লড়াইয়ে টিকে পাকিস্তান, ইংল্যান্ডকে কত রানে হারাতে হবে জানেন?

People's Reporter: পয়েন্টস টেবিলের চার নম্বরে জায়গা করার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০০ রান করতে হবে পাকিস্তানকে এবং স্টোকসদের আউট করতে হবে ১৩ রানের মধ্যে।
বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারাতে হবে পাক দলকে
বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারাতে হবে পাক দলকেছবি - সংগৃহীত
Published on

শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে বিশ্বকাপ সেমিফাইনালের জন্য এক পা বাড়িয়ে রেখেছে নিউজিল্যান্ড। বলা যেতে পারে তাদের জায়গা কার্যত পাকা। কারণ পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হলে ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারাতে হবে। যা এক কথায় অসম্ভব।

এখনও সেমির লড়াইয়ে টিকে আছে পাকিস্তান। তবে সেমিতে ওঠার অঙ্ক খুবই কঠিন। হিসাব বলছে পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিলে নিউজিল্যান্ডের সাথে একই পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকবে। কারণ রান রেটে পিছিয়ে যাবে বাবররা। নিউজিল্যান্ডের রান রেট টপকে পয়েন্টস টেবিলের চার নম্বরে জায়গা করার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০০ রান করতে হবে পাকিস্তানকে এবং স্টোকসদের আউট করতে হবে ১৩ রানের মধ্যে।

পাকিস্তান যদি ৪০০ রান করে তাহলে ইংল্যান্ডকে ১১২ রান অল আউট করতে হবে। ৪৫০ রান করলে ইংল্যান্ডের ইনিংস ১৬২ রানে শেষ করতে হবে পাক বোলারদের। আর পাক ব্যাটাররা যদি ৫০০ রান তোলে তাহলে ২১১ রানে ইংল্যান্ডকে অল আউট করতে হবে। এই পরিসংখ্যানের হিসেবে পাক দলের খেলা কার্যত অসম্ভব।

প্রথমে ব্যাট করলে পাকিস্তানকে কমপক্ষে ২৮৭ রানে জিততেই হবে। যদি রান চেজ করতে নামে পাক দল তাহলে ৪৭ ওভার বাকি থাকতেই অথবা ২৮৪ বল হাতে রেখে ম্যাচ জিততে হবে।

শনিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে পাকিস্তান এবং ইংল্যান্ড। তার আগে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, 'আশা রাখছি এখনও। সব সময়ই আশা রাখতে হয়। দলগত ভাবেই আমাদের ম্যাচটা জিততে হবে। দেখা যাক কী হয়। আমরা দক্ষিণ আফ্রিকা ম্যাচ হারার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। ওই ম্যাচটা জেতার কাছে এসেও হেরে গেছি'।

বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারাতে হবে পাক দলকে
Santosh Trophy: সন্তোষ ট্রফি ফাইনালে উপস্থিত থাকবেন ফিফা সভাপতি!
বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারাতে হবে পাক দলকে
Cricket World Cup 2023: অপরাজিত থেকেই ভারত বিশ্বকাপ জিতুক: সৌরভ গাঙ্গুলি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in