Copa Del Rey: রিয়েল মাদ্রিদের জয়ের রাতে শেষ ১৬ থেকে বিদায় বার্সেলোনার

রিয়েল মাদ্রিদের জয়ের রাতে কোপা দেল রে'র শেষ ১৬ থেকে ছিটকে গিয়েছে বার্সেলোনা। এলচের ঘরের মাঠে গতরাতে এলচেকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে ওঠে দশ জনের রিয়েল মাদ্রিদ।
রিয়েল মাদ্রিদ বনাম এলচে
রিয়েল মাদ্রিদ বনাম এলচেছবি রিয়েল মাদ্রিদের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

রিয়েল মাদ্রিদের জয়ের রাতে কোপা দেল রে'র শেষ ১৬ থেকে ছিটকে গিয়েছে বার্সেলোনা। এলচের ঘরের মাঠে গতরাতে এলচেকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে ওঠে দশ জনের রিয়েল মাদ্রিদ। অন্যদিকে বিলবাওর ঘরের মাঠে ৩-২ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হলো জাভি হার্নান্দেজের ছেলেদের।

কোপা দেল রে'র নক আউট পর্বের লড়াইয়ে গতকাল প্রথমে মাঠে নামে এলচে এবং রিয়েল মাদ্রিদ। এলচের ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট কাটে গোলশূন্য ভাবে। কোনো দলই গোলের মুখ খুলতে পারেনি। এরপর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ম্যাচের বয়স যখন ১০২ মিনিট, ঠিক তখনই প্রফেশনাল ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মার্সেলোকে। দশ জনের রিয়েলকে পর মুহূর্তেই গোল হজম করায় এলচের গনজালো ভার্দু।

পিছিয়ে পড়ার পর দশ জনের রিয়েল মরিয়া হয়ে ওঠে সমতা ফিরে পাওয়ার জন্য। ১০৮ মিনিটের মাথায় দানি সেবালোসের বাড়ানো পাস থেকে নিখুঁত ভাবে এলচের জালে বল জড়িয়ে রিয়েলকে স্বস্তি এনে দেন ইস্কো। সমতা ফিরে পাওয়ার ৭ মিনিট পরে ১১৫ মিনিটের মাথায় ডেভিড আলবার পাস থেকে গোল করে রিয়েলকে জয় এনে দেন বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড।

অন্যদিকে অ্যাথলেটিক ক্লাব বিলবাওর কাছে ৩-২ গোলে হেরে কোপা দেল রে থেকে ছিটকে গেলো বার্সেলোনা। নির্ধারিত ৯০ মিনিটের পর ম্যাচের ফলাফল ছিলো ২-২। খেলার শুরুতেই ইকার মুনিয়েনের গোলে এগিয়ে যায় বিলবাও। ২০ মিনিটের মাথায় অবশ্য বার্সাকে সমতা এনে দেন ফেরান তোরেস। দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে ফের এগিয়ে যায় বিলবাও। এবার গোল করেন ইনিগো মার্টিনেজ। নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে এসে পেদ্রি বার্সেলোনাকে সমতা এনে দেন।

৯০ মিনিটে ফলাফল ২-২ ব্যবধানে ড্র থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেই বাজিমাৎ করে অ্যাথলেটিক ক্লাব। ১০৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে বিলবাওকে জয় এনে দেন মুনিয়েন।

রিয়েল মাদ্রিদ বনাম এলচে
Real Madrid: চোখের জলে বিদায় - বিদায়ী সাংবাদিক সম্মেলনে আবেগপ্রবণ সার্জিও রামোস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in