Real Madrid: চোখের জলে বিদায় - বিদায়ী সাংবাদিক সম্মেলনে আবেগপ্রবণ সার্জিও রামোস

রামোসের রিয়েল ছাড়া নিশ্চিত হয়ে গিয়েছিলো গতকালই। আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাঁর বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে।
বিদায়ী সাংবাদিক সম্মেলনে সার্জিও রামোস
বিদায়ী সাংবাদিক সম্মেলনে সার্জিও রামোসছবি রিয়েল মাদ্রিদ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

সাংবাদিক সম্মেলনের মধ্যেই আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন সার্জিও রামোস। দীর্ঘ ১৬ বছরের সম্পর্কে ইতি টানতে হলো স্প্যানিশ ডিফেন্ডারকে। তবে বিদায়ী বেলায় রামোস বলে গেলেন, "রিয়েল সবসময় আমার হৃদয়ে থাকবে। একদিন আবার ফিরে আসবো।"

রামোসের রিয়েল ছাড়া নিশ্চিত হয়ে গিয়েছিলো গতকালই। আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাঁর বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে। সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে চোখের জলকেও ঢেকে রাখতে পারেননি তিনি। আবেগপ্রবণ হয়ে বললেন, "চলে যাচ্ছি। তবে রিয়াল সবসময় আমার হৃদয়ে থাকবে। একদিন না একদিন আমি এখানে আবার ফিরব।"

সেভিয়া থেকে ২০০৫ সালে রিয়েল মাদ্রিদে যোগ দেন রামোস। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তাঁর ঝুলিতে শিরোপার শেষ নেই। পাঁচটি লা লিগা টাইটেল সহ জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লীগ শিরোপা। এছাড়াও দু'বার কোপা দেল রে, তিন বার উয়েফা সুপার কাপ, চার বার ক্লাব বিশ্বকাপ সহ চার বার স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। রিয়েলের হয়ে ৬৭১ ম্যাচে ১০১ গোল রয়েছে এই স্প্যানিশ ডিফেন্ডারের। এদিন রিয়েলের হয়ে জেতা রামোসের সমস্ত ট্রফি হাতে ধরাতেই নাজেহাল হয় আয়োজকরা।

রিয়েলকে রামোস যা দিয়েছেন তাতে লস ব্ল্যাঙ্কোসদের থেকে বিদায় জানানোর কী কারণ হতে পারে! এদিন সাংবাদিক সম্মেলনে রামোস জানান, তিনি রিয়েল ছাড়তেই চাননি। কিন্তু এছাড়া কোনো উপায় ছিলো না। তার কারণ রিয়েল চেয়েছিলো রামোসের সাথে নতুন করে এক বছরের চুক্তি বাড়াতে। সেইসঙ্গে তাঁর বেতনের দশ শতাংশ কম বেতনে চুক্তি করতে চেয়েছিলো রিয়েল। কিন্তু রামোস তাঁর কেরিয়ার ও পরিবারের কথা ভেবে চেয়েছিলেন দুই বছরের চুক্তি। তাতে কোনো ফল না হওয়ায় এক বছরের চুক্তির জন্য রাজি ছিলেন রামোস। কিন্তু তাঁর উত্তর দিতে অনেক দেরী হয়ে গেছে বলে জানায় কর্তৃপক্ষ।

রিয়েল মাদ্রিদে শেষ রামোস যুগ। কিন্তু তিনি সবসময় সমস্ত মাদ্রিদিস্তাদের হৃদয়ে থাকবেন। মাদ্রিদিস্তাদের প্রিয় অধিনায়ক হিসেবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in