Club World Championship: আল হিলালকে হারিয়ে রেকর্ড ৫ বার ক্লাব বিশ্বকাপের খেতাব জয় রিয়াল মাদ্রিদের

নজির গড়ে প্রথম সৌদি দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আল হিলাল। তবে ফাইনালে রেকর্ড বজায় রাখলো উয়েফা চ্যাম্পিয়নসরাই। এই নিয়ে টানা ১০ বার ক্লাব বিশ্বকাপের খেতাব জিতলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নরাই।
কাপ জয়ের পর রিয়াল মাদ্রিদ দল
কাপ জয়ের পর রিয়াল মাদ্রিদ দলছবি - রিয়েল মাদ্রিদ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

নজির সৃষ্টি করে প্রথম সৌদি দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আল হিলাল। তবে ফাইনালে রেকর্ড বজায় রাখলো উয়েফা চ্যাম্পিয়নসরাই। এই নিয়ে টানা দশম বারের মতো ক্লাব বিশ্বকাপের খেতাব জিতে নিলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নরাই। মরক্কোতে মেগা ফাইনালের মঞ্চে আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে রেকর্ড পঞ্চম বারের মতো ক্লাব বিশ্বকাপ ঘরে তুলেছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ।

ফাইনালে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে রিয়াল মাদ্রিদ। খেলা শুরুর ১৩ মিনিটেই বেনজেমার সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস, গোলকিপারকে বোকা বানিয়ে জালে জড়ান বল। এই গোলের পাঁচ মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করে চ্যাম্পিয়নস লীগ বিজয়ীরা। ১৮ মিনিটের মাথায় রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফেদে ভালভার্দে।

প্রথমার্ধ শেষের আগে অবশ্য একটি গোল পরিশোধ করে খেলায় ফেরে আল হিলাল। ২৬ মিনিটে একটি কাউন্টার-অ্যাটাক থেকে আচমকা গোল করেন মুসা মারেগা। প্রথমার্ধে রিয়াল এগিয়ে থাকে ২-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল আবার গোল পায়। ৫৪ তম মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে ম্যাচে নিজের একমাত্র গোলটি করেন করিম বেনজেমা। এই গোলের চার মিনিট বাদে আবারো গোল করে রিয়াল। ড্যানি কারভাহালের ক্রস থেকে এবার নিজের দ্বিতীয় গোলটি করেন ভালভার্দে।

৪-১ গোলে পিছিয়ে পড়া আল হিলাল ভিয়েটার গোলে ব্যবধান কমায় ম্যাচের ৬৩ মিনিটে। তবে এরপরেই ভিনিসিয়াস গোল করে ব্রাজিলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। ৭৯ মিনিটে ভিয়েটা আর একটি গোল পরিশোধ করলেও ৫-৩ ব্যবধানে ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপের খেতাব জিতে নেয় রিয়াল মাদ্রিদ।

কাপ জয়ের পর রিয়াল মাদ্রিদ দল
FIFA World Cup: শতবর্ষের বিশ্বকাপের আয়োজক হতে ইচ্ছুক উরুগুয়ে, পাশে প্যারাগুয়ে, চিলি, আর্জেন্টিনা
কাপ জয়ের পর রিয়াল মাদ্রিদ দল
Earthquake in Turkey: ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in