
তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারালেন ইয়েনি মালাতিয়াস্পরের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান। তুরস্কের এই ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া জগতে। মঙ্গলবার তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব মালাতিয়াস্পরের তরফ থেকে তুর্কাসলানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ট্যুইটারে ক্লাবের তরফ থেকে শোকবার্তায় জানানো হয়েছে, "আমাদের গোলরক্ষক, আহমেদ এইয়ুপ তুর্কাসলান ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তোমার মতো সুন্দর ব্যাক্তিত্বকে আমরা কখনো ভুলবো না।"
২০২১ সালে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালাতিয়াসপোর-এ যোগ দেন ২৮ বছর বয়সী তুর্কাসলান। এরপর এই ক্লাবের হয়ে ৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ক্রিস্টাল প্যালেস এবং এভার্টনের প্রাক্তন উইঙ্গার, বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের দল চাইকু রিজেসপোর-এ খেলা ইয়ানিক বোলাইজ ট্যুইটারে শোক প্রকাশ করে বলেন, "আহমেত এইয়ুপ তুর্কাসলান ভাই তোমার আত্মার শান্তি কামনা করছি। মনে হচ্ছে যেন এই মুহূর্তে আমি তাকে ডাগআউটে দেখতে পাচ্ছি। পরের মুহূর্তে মনে হচ্ছে সে চলে গেছে।"
সোমবার ভোররাতের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। সিরিয়া এবং তুরস্কের ৮,৭০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এই বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে। আহত হয়েছেন আরও বহু মানুষ। ধ্বংসস্তুপে আটকে পড়েছেন অসংখ্য ব্যক্তি। ভূমিকম্পে হতাহত ব্যক্তিদের উদ্ধারে উদ্ধারকর্মীদের অভিযান চলছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন