ধর্ষণের পর ব্ল্যাকমেল, কোচের বিরুদ্ধে অভিযোগ জাতীয় স্তরের কবাডি খেলোয়াড়ের

পুলিশের এক কর্তা জানান, অভিযোগ করা হয়েছে যে, ২০১৮ সালে ওই খেলোয়াড়ের জেতা অর্থের ভাগ চান কোচ। ২০২১ সালে নির্যাতিতার বিয়ে হয়। তার পর থেকেই ওই কোচ ব্ল্যাকমেল করতে শুরু করেন।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী

জাতীয় স্তরের মহিলা কবাডি খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগ উঠল কোচের বিরুদ্ধে। দিল্লির বাবা হরিদাস নগর থানায় অভিযোগ দায়ের করেছেন ২৭ বর্ষীয় ওই মহিলা খেলোয়াড়। শুধু ধর্ষণই নয়, সোশ্যাল মিডিয়ায় ওই মহিলা খেলোয়াড়ের ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কোচ ব্ল্যাকমেল করতেন বলেও অভিযোগ। এই ঘটনায় স্থানীয় হরিদাস নগর থানায় এফআইআর করেছেন ওই কবাডি খেলোয়াড়।

২০১২ সালে পশ্চিম দিল্লির মুন্ডকার কাছে হিরণ কুদনায় একটি কাবাডি প্রতিযোগিতার জন্য ওই মহিলা প্রশিক্ষণ নিতে যান। সেখানে যোগিন্দর নামের এক ব্যক্তি তাঁকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। ২০১৫ সালে ওই কোচ তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ জানান খেলোয়াড়।

দিনের পর দিন ব্ল্যাকমেলের শিকার হওয়া ওই খেলোয়াড় গত সপ্তাহে বাবা হরিদাস নগর থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে বলে খবর। ফৌজদারি আইনের ১৬৪ ধারা অনুযায়ী আদালতে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে।

পুলিশের এক কর্তা জানান, "অভিযোগ করা হয়েছে যে, ২০১৮ সালে ওই খেলোয়াড়ের জেতা অর্থের ভাগ চান কোচ। ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা দেন অভিযোগকারিণী। ২০২১ সালে নির্যাতিতার বিয়ে হয়। তার পর থেকেই ওই কোচ ব্ল্যাকমেল করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়াতে গোপন ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দেন।"

উল্লেখ্য, কয়েকদিন আগেই জাতীয় কুস্তি সংস্থার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। ব্রিজভূষণকে সরিয়ে দেওয়া হয় কুস্তি সংস্থার প্রধানের দায়িত্ব থেকে। কুস্তির পর এবার যৌন নিগ্রহের কালো ছায়া কবাডিতেও।

ছবি - প্রতীকী
IND vs AUS: বর্ডার-গাভাসকার ট্রফিতে বড় মাইলফলকের দোরগোড়ায় পূজারা ও কোহলি
ছবি - প্রতীকী
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল T20 অধিনায়ক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in