আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল T20 অধিনায়ক

অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত সব থেকে বেশি ১০৩টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাঠে নেমেছেন ফিঞ্চ। ২টি শতরান ও ১৯টি অর্ধশতরান-সহ এই ফর্ম্যাটে ৩১২০ রান করেন তিনি।
অবসর ঘোষণা অ্যারন ফিঞ্চের
অবসর ঘোষণা অ্যারন ফিঞ্চেরছবি - Melbourne Renegades-র ফেসবুক পেজ

গতবছর ওডিআই ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও ব্যাট প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন তিনি। ফিঞ্চের নেতৃত্বেই ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া দল।

অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত সব থেকে বেশি ১০৩টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাঠে নেমেছেন ফিঞ্চ। ২টি শতরান ও ১৯টি অর্ধশতরান-সহ এই ফর্ম্যাটে ৩১২০ রান রয়েছে তাঁর ঝুলিতে। যা কিনা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ। এই ফর্ম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ১৭২। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস এটিই। ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়াকে সব থেকে বেশি ৭৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নেতৃত্ব দেন ফিঞ্চ। এমনকি আন্তর্জাতিক টি-২০তে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার তিনিই।

অস্ট্রেলিয়ার হয়ে মোট ১৪৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ফিঞ্চ। ১৭টি শতরান ও ৩০টি অর্ধশতরান-সহ একদিনের ক্রিকেটে তাঁর মোট সংগ্রহ ৫৪০৬ রান। এছাড়াও খেলেছেন পাঁচটি টেস্ট ম্যাচ।

সম্প্রতি অস্ট্রেলিয়ার কোনো টি-২০ সিরিজ নেই। ৩৬ বর্ষীয় ফিঞ্চ মনে করেন, ২০২৪ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলা চালিয়ে যেতে পারবেন না। অবসর প্রসঙ্গে তিনি বলেন, "এটাই অবসর গ্রহণের সেরা সময়। দলও আগামী বিশ্বকাপের জন্য পরিকল্পনা করার সময় পেয়ে যাবে। আমার পরিবার বিশেষ করে স্ত্রী অ্যামিকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে টিমমেট, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানাতে চাই। আন্তর্জাতিক কেরিয়ারে আমাকে সমর্থন করার জন্য সমর্থকদের অসংখ্য ধন্যবাদ।"

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লীগ বিগ ব্যাশ খেলে যাবেন ফিঞ্চ। মেলবোর্ন রেনিগেডস-এর হয়ে খেলেন তিনি।

অবসর ঘোষণা অ্যারন ফিঞ্চের
Earthquake in Turkey: ধ্বংসস্তুপে আটক চেলসির প্রাক্তন তারকা উদ্ধার, এখনও নিখোঁজ দুই ফুটবলার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in