FIFA World Cup: শতবর্ষের বিশ্বকাপের আয়োজক হতে ইচ্ছুক উরুগুয়ে, পাশে প্যারাগুয়ে, চিলি, আর্জেন্টিনা

কনমেবল সভাপতি বলেন, ২০৩০ সালের বিশ্বকাপ শুধু আর একটা বিশ্বকাপ নয়, বিশ্বকাপের ১০০ বছরকে স্বীকৃতি জানিয়ে উৎসব পালন করা উচিত।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স - আকাশ

১৯৩০ সালে প্রথমবার আসর বসে বিশ্বকাপের। আয়োজক দেশ ছিল উরুগুয়ে। মন্টেভিডিওতে জন্ম হয়েছিল বিশ্বকাপ ফুটবলের । ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবল পা দেবে ১০০ বছরে। আর এই বিশ্বকাপে মন্টেভিডিওর স্মৃতিকে পুনরুজ্জীবিত করতে পারে ফিফা। প্রথম বিশ্বকাপ যেখানে হয়েছিল, সেখানেই এই প্রতিযোগিতা ফিরিয়ে নিয়ে যেতে চাইছে উরুগুয়ে। তাদের পাশে আছে আর্জেন্টিনা, চিলি ও প্যারাগুয়ে।

সদ্য শেষ হয়েছে কাতার বিশ্বকাপ। যৌথভাবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে। তবে এর মধ্যেই আয়োজন শুরু হয়ে যাচ্ছে ২০৩০ বিশ্বকাপের। মঙ্গলবার আর্জেন্তিনা, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ে আনুষ্ঠানিকভাবে ২০৩০ বিশ্বকাপের জন্য একসঙ্গে বিড জমা দিয়েছে। আমেরিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি আলেজান্দ্রো ডমিনঙ্গুয়েজ মনে করেন, ফিফা তাদের বিশ্বকাপ আয়োজনের ছাড়পত্র দেবে।

কনমেবল সভাপতি বলেন, "২০৩০ সালের বিশ্বকাপ শুধু আর একটা বিশ্বকাপ নয়, বিশ্বকাপের ১০০ বছরকে স্বীকৃতি জানিয়ে উৎসব পালন করা উচিত। আমরা আশাবাদী, যাঁরা বিশ্বকাপ আয়োজন করার জন্য সবার আগে এগিয়ে এসেছিলেন, ফুটবলের মহত্বের প্রতি বিশ্বাস রেখেছিলেন এবং প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিলেন তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানাবে ফিফা।"

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া বলেছেন, "বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আমরা এবার বিশ্বকাপ আয়োজন করতে চাইছি। এটা লাতিন আমেরিকার সবার স্বপ্ন। শুধু প্রথম বিশ্বকাপের শতবর্ষই নয়, আমরা যেভাবে ফুটবল ভালোবাসি, তার জন্যই বিশ্বকাপ আয়োজন করতে চাইছি।"

লাতিন আমেরিকার এই বিডে ফিফা সম্মতি জানালে প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজন করতে পারবে প্যারাগুয়ে। তবে দক্ষিণ আমেরিকার এই দেশগুলি একত্রে বিড করলেও তাদের প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। স্পেন-পর্তুগাল এবং ইউক্রেনের একটি যৌথ বিডের সঙ্গে তাদের কড়া প্রতিযোগিতা হবে বলে মনে করা হচ্ছে।

ছবি প্রতীকী
Earthquake in Turkey: ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in