Champions Trophy 25: 'রোহিত শর্মার ইনিংসের জন্যই ফাইনালে হেরেছি' - নিউজিল্যান্ড অধিনায়ক

People's Reporter: স্যান্টনার বলেন, আমি মনে করি রোহিত শর্মা যেভাবে খেলেছেন, তাতে আমাদের কাছ থেকে ম্যাচ কিছুটা দূরে সরিয়ে দিয়েছে।
মিচেল স্যান্টনার
মিচেল স্যান্টনারছবি - আইসিসির ফেসবুক পেজ
Published on

ভারত অধিনায়ক রোহিত শর্মার জন্যই ফাইনালে হেরেছে নিউজিল্যান্ড। এমনটাই দাবি নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের। তাঁর মতে রোহিতের ইনিংসের জন্যই ভারতের পাল্লা ভারী হয়ে গিয়েছিল।

রবিবার দুবাইয়ে ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল দারুণভাবে ফিনিশ করে। রোহিত শর্মা ৮৩ বলে ৭৬ রানের এক অসাধারণ ইনিংস খেলেন। যা নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে স্যান্টনার বলেন, "আমি মনে করি রোহিত শর্মা যেভাবে খেলেছেন, তাতে আমাদের কাছ থেকে ম্যাচ কিছুটা দূরে সরিয়ে দিয়েছে। ভারত দুবাইয়ের কন্ডিশন পুরোপুরি বুঝতে পেরেছিল এবং দুর্দান্ত ক্রিকেট খেলেছে।"

শিরোপা হাতছাড়া হলেও নিউজিল্যান্ডের পারফরম্যান্সে সন্তুষ্ট স্যান্টনার। তিনি বলেন, "আমি মনে করি ফাইনালে আমরা ভালো দলের মুখোমুখি হয়েছিলাম। পুরো ম্যাচে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, যা উপভোগ্য ছিল। কিছু ছোটো মুহূর্ত ছিল যেখানে আমরা প্রতিপক্ষকে সুযোগ দিয়েছি, যা হয়তো আমাদের জন্য ক্ষতিকর হয়েছে। তবে গোটা টুর্নামেন্ট জুড়ে দলের পারফরম্যান্সে আমি গর্বিত।"

তিনি আরও বলেন, "আমরা জানতাম যে দুবাইয়ের পিচ ও কন্ডিশন লাহোরের চেয়ে আলাদা হবে। তবে আমরা কন্ডিশনের জন্য প্রস্তুত ছিলাম এবং ভারতকে একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছি।"

ম্যাট হেনরির না থাকাটা ভারতের জন্য কিছুটা হলেও সুবিধার হয়েছে। কারণ গ্রুপ স্টেজে ভারতের বিরুদ্ধে এই দুবাইয়ের মাঠেই ৫ উইকেট নিয়েছিলেন হেনরি।

স্যান্টনার বলেন, "হেনরি একজন অসাধারণ বোলার। আমরা দেখেছি ও এমনভাবে উইকেট নিতে পারে যে পিচে অন্যরা তেমন সফল হন না। ম্যাট ম্যাচের জন্য প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত খেলতে পারেনি। আমরা চেয়েছিলাম তার জন্য এই ম্যাচটি জিততে, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।"

মিচেল স্যান্টনার
Champions Trophy 25: 'কোথাও যাচ্ছি না' - দেশকে শিরোপা জিতিয়ে অবসরের জল্পনা ওড়ালেন রোহিত শর্মা
মিচেল স্যান্টনার
Champions Trophy 25: পুরষ্কারের মঞ্চে কেন নেই আয়োজক বোর্ডের কেউ? প্রশ্ন প্রাক্তন পাক তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in