

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামার আগে চিন্তায় নিউজিল্যান্ড। চোটের কারণে ভারতের বিপক্ষে অনিশ্চিত পেসার ম্যাট হেনরি। দক্ষিণ আফ্রিকা ম্যাচে চোট পেয়েছেন তিনি।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের ২৯তম ওভারে লং-অনে হেনরিখ ক্লাসেনের একটি সহজ ক্যাচ নেওয়ার সময় কাঁধে চোট পান হেনরি। সাথে সাথেই ৩৩ বছর বয়সী এই পেসার মাটিতে পড়ে যান। তিনি মাঠ ছাড়তে বাধ্য হন, যদিও পরবর্তীতে ফিরে এসে দু'ওভার বোলিং করেন এবং কাগিসো রাবাডার উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত তিনি সাত ওভারে ৪৩ রান দিয়ে ২টি উইকেট নেন।
ম্যাচের পর নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, "ম্যাট হেনরির কাঁধে কিছুটা ব্যথা রয়েছে। আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং তাঁর অবস্থা পর্যবেক্ষণ করতে হবে।"
নিউজিল্যান্ডের জন্য এটি বড় দুশ্চিন্তার বিষয়, কারণ ফাইনালের আগে মাত্র তিন দিনের বিরতি রয়েছে। দলের মেডিকেল স্টাফ হেনরির সুস্থতার দিকে গভীর নজর রাখবে। কারণ হেনরি না থাকলে ফাইনালের আগে বেশ বড় ধাক্কা খাবে নিউজিল্যান্ড।
চলতি আইসিসি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছেন ম্যাট হেনরি। এখনও পর্যন্ত ১০টি উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে ৫টি উইকেট এসেছে শুধুমাত্র ভারতের বিপক্ষে, দুবাইতে। শুবমন গিল, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামিকে আউট করেছিলেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন