Champions Trophy 25: কিউইদের বিরুদ্ধে ঠিক কোথায় হার দক্ষিণ আফ্রিকার? জানালেন অধিনায়ক বাভুমা

People's Reporter: আরও একটি আইসিসির নক-আউট পর্ব। আর আরও একবার ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রান চেজ হল না প্রোটিয়াদের।
টেম্বা বাভুমা
টেম্বা বাভুমাছবি - সংগৃহীত
Published on

দক্ষিণ আফ্রিকার আইসিসি ট্রফি জয়ের অপেক্ষা এবারও শেষ হলো না। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ রানে হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মিলাররা। ম্যাচে ঠিক কী কী ভুল হয়েছে তা ম্যাচ শেষে জানালেন অধিনায়ক বাভুমা।

আরও একটি আইসিসির নক-আউট পর্ব। আর আরও একবার ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রান চেজ হল না প্রোটিয়াদের। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, "শুরু থেকেই আমাদের চাপে রেখেছিল নিউজিল্যান্ড। আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। প্রতিপক্ষকে খেলায় ফেরার সুযোগ দিয়েছি। আমাদের আরও দৃঢ় হতে হবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে।"

ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে তিনি আরও বলেন, "আমরা বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি। আমাদের অন্তত একজনকে উইকেটে টিকে থেকে বড় ইনিংস খেলতে হতো, যা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা করতে পেরেছে। আমরা প্রথম দিকে রান করলেও বেশি রান করতে পারিনি। যার কারণে মিডল অর্ডারে চাপ পড়ে"।

প্রোটিয়া কোচ রব ওয়াল্টারও মনে করেন, ব্যাটিং ইনিংসের মাঝের ওভারগুলোতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে। ওয়াল্টার বলেন, "আমরা যদি মাঝখানে উইকেট না হারাতাম তাহলে শেষটা আরও কঠিন হতো নিউজিল্যান্ডের জন্য"।

দক্ষিণ আফ্রিকার জন্য এটি আরও একটি হতাশাজনক অভিযান হলেও তারা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ২০২৭ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্যে তাঁরা এখন থেকেই প্রস্তুতি নিতে চান। ওয়াল্টার বলেন, "আমরা এখনো একটি দল হিসেবে উন্নতির পর্যায়ে আছি। ২০২৭ সালের বিশ্বকাপ আমাদের মূল লক্ষ্য।"

উল্লেখ্য, বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান তোলে কিউইরা।। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১২ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

টেম্বা বাভুমা
Mushfiqur Rahim: স্মিথের পর মুশফিকুর, একদিনের ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের তারকা ক্রিকেটারের
টেম্বা বাভুমা
IPL 2025: চলতি আইপিএলের ক্যাপ্টেন্স মিট মুম্বইতে! ইডেনে কেন নয়? উঠছে প্রশ্ন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in