

দক্ষিণ আফ্রিকার আইসিসি ট্রফি জয়ের অপেক্ষা এবারও শেষ হলো না। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ রানে হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মিলাররা। ম্যাচে ঠিক কী কী ভুল হয়েছে তা ম্যাচ শেষে জানালেন অধিনায়ক বাভুমা।
আরও একটি আইসিসির নক-আউট পর্ব। আর আরও একবার ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রান চেজ হল না প্রোটিয়াদের। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, "শুরু থেকেই আমাদের চাপে রেখেছিল নিউজিল্যান্ড। আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। প্রতিপক্ষকে খেলায় ফেরার সুযোগ দিয়েছি। আমাদের আরও দৃঢ় হতে হবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে।"
ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে তিনি আরও বলেন, "আমরা বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি। আমাদের অন্তত একজনকে উইকেটে টিকে থেকে বড় ইনিংস খেলতে হতো, যা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা করতে পেরেছে। আমরা প্রথম দিকে রান করলেও বেশি রান করতে পারিনি। যার কারণে মিডল অর্ডারে চাপ পড়ে"।
প্রোটিয়া কোচ রব ওয়াল্টারও মনে করেন, ব্যাটিং ইনিংসের মাঝের ওভারগুলোতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে। ওয়াল্টার বলেন, "আমরা যদি মাঝখানে উইকেট না হারাতাম তাহলে শেষটা আরও কঠিন হতো নিউজিল্যান্ডের জন্য"।
দক্ষিণ আফ্রিকার জন্য এটি আরও একটি হতাশাজনক অভিযান হলেও তারা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ২০২৭ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্যে তাঁরা এখন থেকেই প্রস্তুতি নিতে চান। ওয়াল্টার বলেন, "আমরা এখনো একটি দল হিসেবে উন্নতির পর্যায়ে আছি। ২০২৭ সালের বিশ্বকাপ আমাদের মূল লক্ষ্য।"
উল্লেখ্য, বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান তোলে কিউইরা।। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১২ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন