Champions Trophy 25: 'অতীত নিয়ে ভাবতে চাই না' - নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বাবর

People's Reporter: তিনি আরও বলেন, "কোনও কিছুর চাপ নেই। অতীতে যা যা হয়েছে তা আমরা ভুলে গেছি। আমরা আমাদের ভুলগুলি নিয়ে আলোচনা করেছি।
বাবর আজম
বাবর আজমছবি - পাক ক্রিকেট দলের ফেসবুক পেজ
Published on

১৯ ফেব্রুয়ারি অর্থাৎ আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। তার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী পাক দল। দলের অন্যতম তারকা বাবর আজম বলেন, চাপমুক্ত থেকেই টুর্নামেন্ট শুরু করতে চান তাঁরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ ঘিরে ক্রমশ উন্মাদনার পারদ চড়ছে পাকিস্তানে। স্থানীয় সময় দুপুর ২টোর সময় শুরু হবে ম্যাচ। আত্মবিশ্বাসের সাথে কিউইদের বিরুদ্ধে খেলবেন রিজওয়ানরা।

আইসিসির ওয়েবসাইটে বাবর বলেন, "একজন খেলোয়াড় হিসেবে আমি খুবই উত্তেজিত এবং সমস্ত ভক্তরাও উত্তেজিত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার পর থেকে অনেক কিছু বদলে গেছে। সেবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। বর্তমানে আমাদের নতুন খেলোয়াড় এসেছে। আমাদের মাত্র তিন বা চারজন খেলোয়াড় আছে যারা সেই জয়ী দলের অংশ ছিল। কিন্তু বিশ্বাস, আত্মবিশ্বাস এবং বাস্তবায়ন একই রয়েছে।"

তিনি আরও বলেন, "কোনও কিছুর চাপ নেই। অতীতে যা যা হয়েছে তা আমরা ভুলে গেছি। আমরা আমাদের ভুলগুলি নিয়ে আলোচনা করেছি এবং সমস্যার সমাধান বের করার কাজ করেছি"।

বাবর যে চলতি টুর্নামেন্টে পাকিস্তানের অন্যতম অস্ত্র তা সকলেই জানেন। একজন সিনিয়র প্লেয়ার হিসেবে বাড়তি দায়িত্ব নিতেও প্রস্তুত তিনি। এবিষয়ে বাবর আজম বলেন, "যখন কোনও দলে একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আপনার দায়িত্ব থাকে এবং দল আপনার উপর নির্ভর ও বিশ্বাস করে, তখন আমি এটিকে ইতিবাচকভাবেই দেখি"।

পাকিস্তানের একটি ম্যাচ কেবল দুবাইতে হবে। ভারতের বিরুদ্ধে। বাকি ম্যাচগুলি ঘরের মাঠেই হবে। ঘরের মাঠ হওয়ায় আরও আত্মবিশ্বাসী দেখাচ্ছে পাক দলকে। বাবর জানান, "যখন আপনি ঘরের মাঠে খেলেন তখন সমস্ত কন্ডিশন সম্পর্কে জানা থাকে। আপনার প্রথম এবং দ্বিতীয় (ইনিংস) উভয় ক্ষেত্রেই পিচ কেমন হতে পারে তা সম্পর্কে ধারণা থাকবে। তবে আমাদের ভালো খেলতেই হবে। সমস্ত সেরা দলই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে"।

বাবর আজম
Champions Trophy 25: করাচি স্টেডিয়ামে নেই ভারতের পতাকা! সমস্ত অভিযোগ 'ভিত্তিহীন', দাবি পাক বোর্ডের
বাবর আজম
Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলের জাদুতে চমক দিতে পারেন যে ৫ বোলার! দেখুন একনজরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in