
২৬৪ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। জয়ের জন্য ভারতকে করতে হবে ২৬৫ রান। ৩ উইকেট নিয়ে ফের নিজের চমক দেখালেন মহম্মদ শামি। এখন দেখার ভারতের ব্যাটাররা এই ম্যাচ জিতে ফাইনালে যোগ্যতা অর্জন করে কিনা।
মঙ্গলবার ফের টস হারেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ। আজকে প্রথম থেকেই বেশ ছন্দে দেখাচ্ছিল শামিকে। নিজের দ্বিতীয় ওভারেই ফেরান কুপার কনোলিকে। তারপর ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথের পার্টনারশিপ এগোতে থাকে। বরুণ চক্রবর্তীর বলে ৩৩ বলে ৩৯ রান করে ফেরেন ট্রাভিস হেড। এরপর লাবুসেন এবং অধিনায়ক স্মিথ ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন।
রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন লাবুসেন (২৯)। জস ইংলিস ফেরেন ১১ রানে। তাঁকেও আউট করেন জাদেজা। এরপর অ্যালেক্স ক্যারি এবং স্মিথ ধীরে ধীরে রান করতে থাকেন। মহম্মদ শামির ফুলটস বলে ক্লিন বোল্ড হন স্মিথ (৭৩)। একটা সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়া ৩০০-র বেশি রান করবে। কিন্তু ভারতীয় বোলাররা তা হতে দেননি।
ম্যাক্সওয়েল নামলেও অক্ষর প্যাটেলের বলে মাত্র ৭ রান করে ফেরেন তিনি। বেনকে ১৯ রানে ফেরান বরুণ। ৫৭ বলে ৬১ রান করে রান আউট হন ক্যারি। অনবদ্য থ্রো করেন শ্রেয়স আইয়ার। সোজা গিয়ে লাগে উইকেটে। নাথান এলিসকে ১০ রানে ফেরান শামি। শেষ ওভারে অ্যাডাম জাম্পাকে আউট করেন হার্দিক।
১০ ওভার করে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ শামি। ১০ ওভারে ৪৯ রানের বিনিময়ে ২ উইকেট পান বরুণ চক্রবর্তী। ৮ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন জাদেজাও। ৮ ওভার করে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। শেষ ওভারে হার্দিক পাণ্ডিয়া এসে ১ উইকেট নেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন