Champions Trophy 25: অস্ট্রেলিয়া প্রস্তুত, তবে ভাবাচ্ছে স্পিন! ভারতের বিপক্ষে নামার আগে সতর্ক স্মিথ

People's Reporter: স্মিথ বলেন, এটা আমাদের খেলার বিষয়, কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিষয় এবং ১০০ ওভার জুড়ে ভালো খেলার বিষয়।
স্টিভ স্মিথ
স্টিভ স্মিথছবি - ক্রিকেট অস্ট্রেলিয়া
Published on

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া। এমনটাই দাবি অজি অধিনায়ক স্টিভ স্মিথের। ভারতের বিরুদ্ধে নামার আগে বেশ আত্মবিশ্বাসী স্মিথ।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। ম্যাচ হবে দুবাইতে। ভারত ইতিমধ্যেই তাদের সব ম্যাচ এই মাঠে খেলেছে। তবে স্মিথ আত্মবিশ্বাসী যে অস্ট্রেলিয়ান দল দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে।

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে স্মিথ বলেন, "এটা আমাদের খেলার বিষয়, কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিষয় এবং ১০০ ওভার জুড়ে ভালো খেলার বিষয়। এটি একটি দুর্দান্ত প্রতিযোগিতা হতে চলেছে, যেখানে দুই শক্তিশালী দল লড়বে। আমরা সবাই এর জন্য প্রস্তুত এবং ম্যাচের অপেক্ষায় আছি"।

তিনি আরও বলেন, ম্যাচের ফলাফল নির্ভর করবে কোন দল স্পিনের বিপক্ষে ভালো খেলে তার ওপর। আমার মনে হয়, ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে মাঝের ওভারগুলোতে। স্পিনের বিপক্ষে আমাদের পারফরম্যান্সের ভিত্তিতে। পিচে কিছুটা স্পিন থাকবে, ফলে তার সাথে আমাদের লড়াই করতে হবে।

অস্ট্রেলিয়ার স্কোয়াডে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অভাব রয়েছে, যার মধ্যে ইনজুরিতে থাকা ম্যাট শর্ট অন্যতম। তবে স্মিথ মনে করেন, তার দল চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত। তিনি জানান, "আন্তর্জাতিক টুর্নামেন্টের বড় মঞ্চে খেলতে পারা তরুণদের জন্য দারুণ অভিজ্ঞতা। তারা এখনও পর্যন্ত ভালো খেলেছে এবং আমি আশা করি সেমিফাইনালে আরও ভালো পারফরম্যান্স করে দলকে ফাইনালে তুলতে সাহায্য করবে"।

দুবাইয়ের স্পিনবান্ধব কন্ডিশনে দুই শক্তিশালী দলের লড়াইয়ে কোন দল সেরা পারফরম্যান্স দেখায়, সেটাই এখন দেখার বিষয়।

স্টিভ স্মিথ
Champions Trophy 25: সেমির লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া, ২০২৩ বিশ্বকাপ ফাইনালের বদলা নেওয়ার সুযোগ
স্টিভ স্মিথ
Laureus World Sports Award 25: লরিয়াস কামব্যাক অফ দ্য ইয়ার পুরস্কারে মনোনীত ঋষভ পন্থ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in