Champions Trophy 25: অস্ট্রেলিয়ার সামনে আফগানিস্তান - অজিদের হারালেই সেমির টিকিট নিশ্চিত রাশিদদের

People's Reporter: শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। গদ্দাফি স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কাছে এটাই শেষ ম্যাচ।
আজ অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ
আজ অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচছবি - আইসিসির এক্স হ্যান্ডেল
Published on

শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া। সামনে আফগানিস্তান। ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী রাশিদ খানরা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় যে সহজ হবে না তা জানেন আফগান ক্রিকেটাররা।

শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। গদ্দাফি স্টেডিয়ামে হবে ম্যাচটি। অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কাছে এটাই শেষ ম্যাচ। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩ এবং আফগানিস্তানের পয়েন্ট ২। এই গ্রুপ থেকে আগেই ছিটকে গেছে ইংল্যান্ড। আর দক্ষিণ আফ্রিকার পয়েন্টও ৩ (২ ম্যাচে)।

ফলে অস্ট্রেলিয়া যদি আজকের ম্যাচ জেতে তাহলে আফগানিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এবং দক্ষিণ আফ্রিকাও অস্ট্রেলিয়ার সাথে সেমিতে যোগ্যতা অর্জন করবে। আর আফগানিস্তান জিতলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে তারা। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে ভরসা করতে হবে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড ম্যাচের উপর।

ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচে ইংল্যান্ড জিতলে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে বেশি রান রেট থাকা দল শেষ চারে উঠবে। তবে অস্ট্রেলিয়া চাইছে আফগানিস্তানকে হারিয়েই সেমিতে উঠতে।

আফগানিস্তানের স্কোয়াড: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, ইকরাম আলীখিল, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবী, রশিদ খান, এএম গজানফর, নূর আহমদ, ফজলহক ফারুকী, ফরিদ মালিক, নাভিদ জাদরান।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেরি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জোশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, মারনাস লাবুসচেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংঘা, ম্যাথু শর্ট এবং অ্যাডম জাম্পা।

আজ অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ
ISL 2024-25: আইএসএল নিয়ে বেশি চিন্তিত ইস্টবেঙ্গলের মেসি
আজ অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ
PAK Cricket: 'পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে' - রিজওয়ানদের ব্যর্থতায় ক্ষোভ জেলবন্দী ইমরান খানের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in