
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ ফর্মে রয়েছে ভারত। বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। রবিবার গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ড দলের মুখোমুখি হবেন রোহিতরা। সেই ম্যাচেই ঠিক হয়ে যাবে ভারত শীর্ষে থেকে সেমিতে যাবে নাকি দ্বিতীয় স্থানে থেকে। তবে ভারতকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার।
বেলগাছিয়াতে এম এল এ কাপের উদ্বোধনে আসেন দিলীপ বেঙ্গসরকার। সেখানেই সাংবাদিককের প্রশ্নের উত্তরে তিনি ভারতকেই চ্যাম্পিয়ন বলে দাবি করেন। তিনি জানান, 'ভারত খুব ভালো খেলছে। সকলেই ভালো ফর্মে। ফলে চ্যাম্পিয়ন হওয়ার ভালোই সম্ভাবনা রয়েছে। ব্যাটার, অলরাউন্ডার, স্পিনার, ফাস্ট বোলার সকলেই ভালো ফর্মে রয়েছেন। বুমরাহর অনুপস্থিতিতে বাকিরা যেভাবে সুযোগের সদ্ব্যবহার করছেন সেটা দারুণ বিষয়। পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে বিরাট যে শতরান করেছেন শুধু তা নয়, অপরাজিত থেকে দলকে জেতালেন, তাতে ওর ক্লাস প্রমাণিত হয়। শুবমন গিল, শ্রেয়স আইয়ার-সহ ব্যাটাররা যেভাবে রান পাচ্ছেন সেটা ভালো বিষয়।'
ভারত কি দুবাইতে খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে? এর উত্তরে বেঙ্গসরকার বলেন, 'ভারতকে যে এক শহর থেকে অন্য শহরে খেলতে যেতে হচ্ছে না সেটাতে বড়ো প্রভাব পড়ছে না। ভারত সত্যি খুব ভালো খেলছে। ভারতের কী ভাবে বিপক্ষ দলের শক্তির মোকাবিলা করছে সেটা খেয়াল রাখতে হবে। আমার মতে, এক দিনের ক্রিকেটে শেষ ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ। যে ওই ১০ ওভারে ভাল খেলবে সেই জিতবে।'
এছাড়া ঋষভের প্রথম একাদশে না থাকা নিয়ে বেঙ্গসরকার জানান, 'গৌতম গম্ভীর কে এল রাহুলকে প্রধান উইকেটকিপার হিসেবে খেলাচ্ছেন ঠিক আছে। তবে ঋষভও ভালো উইকেটরক্ষক। সমস্ত ফরম্যাটে ঋষভ খেলতে সক্ষম। আর এখনও পর্যন্ত রাহুল খারাপ তো খেলেনি। এটা মনে রাখতে হবে কোচ একাই সমস্ত সিদ্ধান্ত নিতে পারেন না। নির্বাচকরাও থাকেন। আমার মনে হয় টিম কম্বিনেশনের জন্য রাহুলকে খেলানো হচ্ছে'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন