CFL: কলকাতা লিগের মিনি ডার্বি কবে জানেন?

People's Reporter: বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্ট ১০ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে মহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট সংখ্যা ১১ ম্যাচে ২৮।
১৪ সেপ্টেম্বর কলকাতা লিগের মিনি ডার্বি
১৪ সেপ্টেম্বর কলকাতা লিগের মিনি ডার্বিছবি - সংগৃহীত

আগামী ১৪ সেপ্টেম্বর কলকাতা লিগের মিনি ডার্বি অর্থাৎ মোহনবাগান বনাম মহামেডান ম্যাচ অনুষ্ঠিত হবে কল্যাণীতে। মোহনবাগানকে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে হলে শেষ দুই ম্যাচে কমপক্ষে ১ পয়েন্ট পেতেই হবে।

শেষ দুই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ মহামেডান এসসি এবং ডায়মন্ড হারবার এফসির মতো শক্তিশালী দল। তারা ইতিমধ্যেই সুপার সিক্সের পথে অনেকটাই এগিয়ে। বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্ট ১০ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা কালিঘাট মিলন সংঘের পয়েন্ট সংখ্যা ১২ ম্যাচে ২৪। অন্যদিকে মহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট সংখ্যা ১১ ম্যাচে ২৮।

মোহনবাগানের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে সাদা কালো ব্রিগেড সুপার সিক্সে সর্বাধিক পয়েন্ট নিয়ে উঠবে। যদি মোহনবাগান না ওঠে তাহলে কলকাতা লিগে ডার্বির সম্ভবনা একপ্রকার নেই বললেই হয়।

গত রবিবার পিয়ারলেসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে কষ্টার্জিত জয়ের উপর ভর করে সুপার সিক্সের পথে আশা বাঁচিয়ে রেখেছে মোহনবাগান। ২২ মিনিটে রোহনের ফ্রি-কিক গোলে জয় নিশ্চিত করে মোহনবাগান। এই জয় এলেও সুপার সিক্সে পাকাপাকি জায়গা স্থির করতে হলে পরবর্তী দুই ম্যাচ মহামেডান এবং ডায়মন্ড হারবার মরণ বাঁচন তাদের কাছে ।

১৪ সেপ্টেম্বর কলকাতা লিগের মিনি ডার্বি
IFA Shield: দুই বাংলাকে নিয়ে আগামী বছর আইএফএ শিল্ড! কবে থেকে শুরু হচ্ছে জানেন?
১৪ সেপ্টেম্বর কলকাতা লিগের মিনি ডার্বি
Novak Djokovic: জকোভিচের দখলে ইউএস ওপেন, ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নয়া রেকর্ড

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in