BYJU's: শাহরুখ খানের পর এবার লিওনেল মেসির সঙ্গে চুক্তি স্থগিত করলো বাইজু'স

People's Reporter: সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, আর্থিক সংকটের মুখে পড়ে সংস্থার পক্ষ থেকে চুক্তি স্থগিত করা হয়েছে। বর্তমান আর্থিক দুরবস্থার সময় চুক্তি পুনঃনবীকরণ করা উচিত কিনা তা নিয়ে আলোচনা চলছে।
 লিওনেল মেসি
লিওনেল মেসিফাইল ছবি - রয় নেইমারের ট্যুইটার হ্যান্ডেল

ফুটবল আইকন লিওনেল মেসির সাথে বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সংস্থার তিন বছরের চুক্তি স্থগিত করলো এডটেক মেজর বাইজুস। ২০২২ সালে মেসিকে 'এডুকেশন ফর অল'-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চুক্তিবদ্ধ করেছিল বাইজুস। এর আগে খ্যাতনামা চলচ্চিত্র তারকা শাহরুখ খানের সঙ্গেও চুক্তির মেয়াদ শেষের পর তা আর পুনঃনবীকরণ করা হয়নি। ২০২৩ সালের মাঝামাঝি সময় শাহরুখ খানের সঙ্গে চুক্তি শেষ হয় বাইজুসের।

প্রতিবেদন অনুসারে সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, গুরুতর আর্থিক সংকটের মুখে পড়ে সংস্থার পক্ষ থেকে এই চুক্তি স্থগিত করা হয়েছে। বর্তমান আর্থিক দুরবস্থার সময় অসময়ে এই চুক্তি শেষ করা বা পুনঃনবীকরণ করা উচিত কিনা তা নিয়ে আলোচনা চলছে। বাইজুসের পক্ষ থেকে চুক্তির প্রাথমিক বছরের জন্য মেসিকে তাঁর প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে।

ইকোনমিক টাইমস প্রথম বাইজুস-মেসি চুক্তি পুনঃনবীকরণের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। যদিও বাইজুসের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

২০২২ সালের নভেম্বরে, বাইজুস বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসিকে 'সবার জন্য শিক্ষা'-র বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছিল। মেসির সাথে চুক্তি ঘোষণার সময়, বাইজুস সোশ্যাল মিডিয়ায় একের পর এক সমালোচনার মুখোমুখি হয়েছিল। কারণ এই চুক্তি ঘোষণার এক মাস আগেই সংস্থা প্রায় ২,৫০০ কর্মীকে ছাঁটাই ঘোষণা করে।

বাইজুসের চুক্তির পর এক বিবৃতিতে মেসি জানিয়েছিলেন, "আমি বাইজুস-এর সাথে অংশীদারিত্ব বেছে নিয়েছি কারণ তাদের সবার কাছে শিক্ষাকে পৌঁছে দেবার লক্ষ্য আমার মূল্যবোধের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। উচ্চ-মানের শিক্ষা জীবনকে বদলে দেয়, এবং বাইজুস বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শিক্ষার্থীর কর্মজীবনের পথ পরিবর্তন করেছে। আমি আশা করি তরুণ শিক্ষার্থীদের শীর্ষে পৌঁছতে অনুপ্রাণিত করতে পারব।”

গত সপ্তাহে, এডটেক কোম্পানি জানিয়েছে বিনিয়োগকারীদের সিইও পরিবর্তনের উপর কোন ভোটাধিকার নেই। এর আগেই বেশ কয়েকজন বিনিয়োগকারীর বিবৃতি সামনে আসে। যেখানে তাঁরা বিশেষ সাধারণ সভা ডেকে সংস্থার প্রতিষ্ঠাতা এবং গ্রুপ সিইও, বাইজু রভেন্দ্রনকে সরিয়ে দেবার দাবি জানায়।

বাইজুস-এর সঙ্গে যুক্ত থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড জানিয়েছে, একাধিক বিনিয়োগকারীর কাছ থেকে উৎসাহব্যঞ্জক প্রতিক্রিয়া পাওয়ার পর সংস্থা প্রস্তাবিত $২০০ মিলিয়ন ডলার রাইটস ইস্যুর সাথে যুক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে বাইজুসের পক্ষ থেকে কর্মীদের কাছে পাঠানো একটি আলাদা চিঠিতে, এই সংকটের সময়ে কোম্পানির বিরুদ্ধে কিছু বিনিয়োগকারীদের "ষড়যন্ত্র" করার অভিযোগ জানিয়েছে।

- with IANS Inputs

 লিওনেল মেসি
২ লক্ষ টাকা দিয়েও পাননি কোচিং! Byju's ও শাহরুখ খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছাত্রীর
 লিওনেল মেসি
Lay Off: প্রায় ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল এডটেক জায়ান্ট Byju’s

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in