২ লক্ষ টাকা দিয়েও পাননি কোচিং! Byju's ও শাহরুখ খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছাত্রীর

জেলা ক্রেতা সুরক্ষা আদালত নির্দেশ দেয়, ছাত্রীকে ১২ শতাংশ সুদ সহ পুরো ভর্তির ফি, মামলার খরচ হিসেবে ৫ হাজার টাকা এবং মানসিকভাবে হেনস্থার জন্য ৫০ হাজার টাকা দিতে হবে। চলতি মাসের মধ্যেই এই অর্থ দিতে হবে।
শাহরুখ খান ও বাইজুর লোকাল ম্যানেজারকে টাকা ফেরানোর নির্দেশ আদালতের
শাহরুখ খান ও বাইজুর লোকাল ম্যানেজারকে টাকা ফেরানোর নির্দেশ আদালতেরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

অনলাইন এডুটেক কোম্পানি বাইজু (Byju's) এবং শাহরুখ খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন প্রিয়াঙ্কা দীক্ষিত নামে এক পরিক্ষার্থী। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই সংস্থা ও শাহরুখ খানকে প্রায় ২ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ দিল মধ্য প্রদেশের এক ক্রেতা সুরক্ষা আদালত। বাইজুর তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে।

সম্প্রতি, বিপুল কর্মী ছাঁটাই, সংস্থার প্রধানের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে বার বার খবরের শিরোনামে এসেছে এডুটেক (Edu Tech) কোম্পানি বাইজুস। এবার সেই কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা প্রিয়াঙ্কা দীক্ষিত। প্রিয়াঙ্কার অভিযোগ, তাঁর ইচ্ছা ইউপিএসসি (UPSC) পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হওয়ার। সেই লক্ষ্য পূরণে শাহরুখ খানের করা বাইজুর বিজ্ঞাপন দেখে ২০২১ সালে ১ লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে এই এডু টেক কোম্পানিতে ভর্তি হন তিনি। কিন্তু ভর্তির পর থেকে একটিও ক্লাস করতে পারেননি তিনি। এমনকি নোটস বা কোনো বইও দেওয়া হয়নি তাঁকে।

তিনি আরও বলেন, কোম্পানি টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত টাকা ফেরত দেয়নি। বাইজুর মিথ্যা এবং বিভ্রান্তিকর অনলাইন বিজ্ঞাপনের ফাঁদে পড়েই প্রলোভিত হয়ে তিনি ওই কোর্সে ভর্তি হয়েছেন বলে আদালতে দাবি করেছেন। ছাত্রী বলেন, "শাহরুখ খানকে দেখে বিশ্বাস করেছিলাম কোর্স করাটা নিরাপদ হবে। কিন্তু সবটাই দেখছি মিথ্যা। ২০২১ সালের ১৩ জানুয়ারি বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছিল।"

অভিযোগকারীর বক্তব্য শুনে জেলা ক্রেতা সুরক্ষা আদালত নির্দেশ দেয়, শাহরুখ খান এবং বাইজুর লোকাল ম্যানেজার যৌথভাবে বা পৃথকভাবে ওই প্রিয়াঙ্কা দীক্ষিতকে টাকা ফিরিয়ে দেবেন। তাঁকে ১২ শতাংশ সুদ সহ পুরো ভর্তির ফি, মামলার খরচ হিসেবে ৫ হাজার টাকা এবং মানসিক ও আর্থিকভাবে হেনস্থার জন্য ৫০ হাজার টাকা দিতে হবে। চলতি মাসের মধ্যেই এই অর্থ দিয়ে দিতে হবে।

আদালত সূত্রে খবর, মামলায় নোটিশ দেওয়ার পরেও শুনানির সময় বাইজু অথবা শাহরুখ খানের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না। তাই একতরফা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে আদালত।

শাহরুখ খান ও বাইজুর লোকাল ম্যানেজারকে টাকা ফেরানোর নির্দেশ আদালতের
Lay Off: সাত মাসের ব্যবধানে ফের হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে Byju's
শাহরুখ খান ও বাইজুর লোকাল ম্যানেজারকে টাকা ফেরানোর নির্দেশ আদালতের
'কংগ্রেসের বিশ্বাসযোগ্যতায় প্রভাব পড়ছে' - সিঙ্ঘভিকে সরাসরি চিঠি কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in