

ইডেনে বুমরাহ ম্যাজিক। ১৫৯ রানে শেষ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। জসপ্রীত বুমরাহ নিলেন ৫টি উইকেট। টেস্ট ক্রিকেটে এই নিয়ে ১৬ বার ৫ উইকেটের মালিক হলেন তিনি।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে ফের নিজেকে প্রমাণ করলেন বুমরাহ। বুমরাহর দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়লো প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ। ১৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে তিনি ৫ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। ১টি উইকেট নেন অক্ষর প্যাটেল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে নিজের সেরা বোলিং করলেন বুমরাহ। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে বুমরাহ কেপ্টাউনে ৪২ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন। এছাড়া প্রথম ও দ্বিতীয় ইনিংস মিলিয়ে এটি বুমরাহর দ্বিতীয় সেরা বোলিং (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে)। ২০২৪ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার ৬১ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন বুমরাহ।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩১ রান করেন এইডেন মার্করাম, ২৩ রান করেন রায়ান রিকল্টন, ২৪ রান আসে উইয়ান মুল্ডারের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক বাভুমা ফেরেন ৩ রানে, ২৪ রানে আউট হন টনি, । কাইলি ফেরেন ১৬ রানে। মার্কো জানসেন এবং কেশব মহারাজ খাতা না খুলেই ফেরেন। ৩ রানে আউট হন করবিন এবং ৫ রান করে আউট হন সাইমন হারমার। ১৫ রানে অপরাজিত থাকেন ট্রিস্টন স্টাবস।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন