

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে এখনও পর্যন্ত ৩ উইকেট নিলেন বুমরাহ। জোড়া উইকেট গেল কুলদীপ যাদবের খাতায়। ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ১২১।
ইডেনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারে প্রায় ৬ রান রেটে ব্যাট করছিলেন প্রোটিয়া ব্যাটাররা। এইডেন মার্করাম এবং রায়ান রিকল্টন জুটি ভাঙেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। নিজের পর পর দুটি ওভারে দুই উইকেট নেন তিনি। ১০.৩ ওভারে রায়ানকে ফেরান বুমরাহ। তিনি ২২ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
১২.১ ওভারে এইডেন মার্করামকে আউট করেন বুমরাহ। মার্করাম ৪৮ বলে ৩১ রান করেন। অসাধারণ ক্যাচ নেন কিপার ঋষভ পন্থ। টনি জর্জিকে ২৪ রানে ফেরান বুমরাহ। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ১১ বলে ৩ রানে আউট করেন কুলদীপ যাদব। উইয়ান মুল্ডারকে ৫১ বলে ২৪ রানে ফেরান তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চের পর দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটের বিনিময়ে ১২১। ব্যাট করতে নেমেছেন কাইলি এবং ট্রিস্টান স্টাবস ১০ বলে ২ রানে অপরাজিত আছেন।
১০ ওভার করে ১৮ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন বুমরাহ। ৬ ওভার বল করে ৩৪ রান দিয়েছেন মদম্মদ সিরাজ। ৩ ওভারে ২০ রান দিয়েছেন অক্ষর প্যাটেল, ৯ ওভার করে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। রবীন্দ্র জাদেজা ৩ ওভারে মাত্র ৪ রান দিয়েছেন এবং ওয়াশিংটন সুন্দর ১ ওভারে ৩ রান দিয়েছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন