IND vs SA T20: সিরিজের প্রথম ম্যাচেই জয়, 'সেঞ্চুরির' অনন্য রেকর্ড বুমরাহ-হার্দিকের

People's Reporter: ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক তিন ফরম্যাটেই ১০০-র বেশি উইকেটের মালিক হলেন জসপ্রীত বুমরাহ।
হার্দিক পাণ্ডিয়া
হার্দিক পাণ্ডিয়াছবি - ইন্ডিয়ান ক্রিকেটের ফেসবুক পেজ
Published on

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আর এই ম্যাচেই রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ এবং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।

ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক তিন ফরম্যাটেই ১০০-র বেশি উইকেটের মালিক হলেন জসপ্রীত বুমরাহ। ভারতের তারকা পেসার ওয়ান ডে ক্রিকেটে ৮৯ ম্যাচে ৮৮ ইনিংসে ১৪৯টি উইকেট, টেস্টে ৫২ ম্যাচের ৯৯ ইনিংসে ২৩৪টি উইকেট এবং টি-২০ ক্রিকেটে ৮১ ম্যাচের ৭৮ ইনিংসে ১০১টি উইকেট নিয়েছেন।

বিশ্ব মঞ্চে পঞ্চম বোলার হিসেবেও এই নজির গড়েছেন তিনি। এই তালিকায় শীর্ষে আছেন কিউই তারকা টিম সাউদি। তিনি টেস্টে ৩৯১ উইকেট, ওয়ান ডে-তে ২২১ এবং টি-২০ ক্রিকেটে ১৬৪টি উইকেট নিয়েছেন। শাকিব আল হাসান ওয়ান ডে-তে ৩১৭, টেস্টে ২৪৬ এবং টি-২০-তে ১৪৯ উইকেটের মালিক। পাকিস্তানের শাহিন আফ্রিদি টেস্টে ১২১, ওডিআই-তে ১৩৫ এবং টি-২০ ফরম্যাটে ১২৬ উইকেট নিয়েছেন এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ১০১টি টেস্ট উইকেট, ৩৩৮টি ওডিআই উইকেট ও টি-২০-তে ১০৭টি উইকেটের মালিক।

মালিঙ্গার পাশাপাশি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হার্দিক পাণ্ডিয়া। তবে হার্দিক ৬ মারার সেঞ্চুরি করেছেন টি-২০ ফরম্যাটে। চতুর্থ ভারতীয় হিসেবে এই রেকর্ড অর্জন করলেন তিনি। ভারতীয়দের মধ্যে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বাধিক ৬ মেরেছেন রোহিত শর্মা। তাঁর দখলে রয়েছে ২০৫টি ছয়। দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। তিনি ১৫৫টি ছয়ের মালিক। তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি ১২৪টি ছয় মেরেছিলেন। হার্দিক গতকাল ৪টি ছয় মেরে ১০০ ছয়ের মালিক হলেন।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৭৫ রান করে ভারত। ভারতের হয়ে অসাধারণ খেলেন হার্দিক পাণ্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ০ রানে ফেরেন কুইন্টন ডি'কক। ভারতীয় বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ। দক্ষিণ আফ্রিকার হয়ে সবথেকে বেশি রান করেন ব্রেভিস। তিনি ১৪ বলে ২২ রান করেন। মাত্র ১২.৩ ওভারেই ৭৪ রান অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। ১টি করে উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবে।

হার্দিক পাণ্ডিয়া
বিজয় হাজারে খেলার জন্য 'রো-কো' জুটিকে কোনও চাপ দেওয়া হয়নি, দুই তারকার ফর্ম দেখেই উল্টো সুর বোর্ডের!
হার্দিক পাণ্ডিয়া
Syed Mushtaq Ali Trophy: হরিয়ানার কাছে হার, সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in