Mario Zagallo: চিরনিদ্রায় ব্রাজিলের চারবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার ও কোচ মারিয়ো জাগালো

People's Reporter: শনিবার মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। পেলের মৃত্যুর পর ১৯৫৮ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের একমাত্র সদস্য হিসেবে জীবিত ছিলেন মারিয়ো।
Mario Zagallo: চিরনিদ্রায় ব্রাজিলের চারবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার ও কোচ মারিয়ো জাগালো
ছবি - সংগৃহীত

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্রাজিলের চারবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার ও কোচ মারিয়ো জাগালো। শনিবার মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। পেলের মৃত্যুর পর ১৯৫৮ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের একমাত্র সদস্য হিসেবে জীবিত ছিলেন মারিয়ো।

কিংবদন্তি ফুটবলার ও কোচের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মৃত্যুর খবর জানানো হয়। সেখানে ফুটবলারের পরিবারের তরফ থেকে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের মধ্যে মারিয়ো জাগালো আর নেই। আমরা আপনার (মারিয়ো জাগালো) সাথে যে সময় কাটাতে পেরেছি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আপনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন'।

ফুটবলার হিসেবে প্রথমে সকলের নজর কাড়েন মারিয়ো। কেরিয়ারের শুরুটা করেছিলেন ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেনগো থেকে। ওই ক্লাবের হয়ে ২১৭টি ম্যাচ খেলেছিলেন। পরে ১৯৫৮-৬৫ পর্যন্ত খেলেন বোটাফোগোতে। বোটাফোগোর হয়ে ১১৫ ম্যাচে ৪৬টি গোল আছে তাঁর নামে। এছাড়া ১৯৫৮-৬৪ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে খেলেন। এর মধ্যে ১৯৫৮ এবং ১৯৬২ বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন মারিয়ো। তিনি মূলত লেফট উইঙ্গার হিসেবে খেলতেন।

ফুটবলারের পাশাপাশি মারিয়ো জাগালো একজন সফল কোচও বটে। তিনি ব্রাজিল ছাড়াও সৌদি আরব ও কুয়েতের জাতীয় দলের কোচ হয়েছিলেন। এছাড়া ব্রাজিলের একাধিক ক্লাব ও সৌদির আল হিলাল ক্লাবের কোচিং করিয়েছিলেন মারিয়ো জাগালো। কোচ হিসেবেও ব্রাজিলকে ২ বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ১৯৭০ সালে কোচ হিসেবে এবং ১৯৯৪ সালে সহকারী কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন জাগালো। তিনিই বিশ্ব ফুটবলে দ্বিতীয় কনিষ্ঠতম কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন। ৩৮ বছর বয়সে বিশ্বকাপ জিতেছিলেন। সেই কিংবদন্তি ফুটবলার ও কোচের মৃত্যুতে শোকাহত ফুটবল বিশ্ব।

Mario Zagallo: চিরনিদ্রায় ব্রাজিলের চারবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার ও কোচ মারিয়ো জাগালো
Mahendra Singh Dhoni: ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার শিকার 'ক্যাপ্টেন কুল'!
Mario Zagallo: চিরনিদ্রায় ব্রাজিলের চারবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার ও কোচ মারিয়ো জাগালো
ICC Test Rankings: শেষ টেস্ট জিতলেও ICC ক্রম তালিকায় শীর্ষ স্থান হারালো ভারত! প্রথমে কোন দল?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in