Mahendra Singh Dhoni: ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার শিকার 'ক্যাপ্টেন কুল'!

People's Reporter: দুই প্রাক্তন ব্যবসায়ী সহযোগীর বিরুদ্ধে রাঁচি আদালতে মামলা দায়ের করলেন মহেন্দ্র সিং ধোনি।
আর্থিক প্রতারণার শিকার ধোনি
আর্থিক প্রতারণার শিকার ধোনিছবি - মহেন্দ্র সিং ধোনির ফেসবুক ওয়াল

১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন 'ক্যাপ্টেন কুল'। দুই প্রাক্তন ব্যবসায়ী সহযোগীর বিরুদ্ধে রাঁচি আদালতে মামলা দায়ের করলেন মহেন্দ্র সিং ধোনি। প্রাক্তন ভারত অধিনায়কের অভিযোগ, ওই দুই ব্যবসায়ীর সংস্থার সাথে চুক্তি করেছিলেন তিনি। কিন্তু চুক্তি অনুযায়ী কোনও শর্ত মানা হয়নি।

মহেন্দ্র সিং ধোনির অভিযোগ, ২০১৭ সালে মিহির দিবাকর এবং সৌম্য বিশ্বাস নামের দুই ব্যবসায়ীর সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সংস্থার নাম ছিল 'অর্ক স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড'। চুক্তি অনুযায়ী বলা হয়েছিল ওই সংস্থাটি ভারত এবং ভারতের বাইরে একাধিক স্পোর্টস অ্যাকাডেমি খুলবে। যেগুলির নাম তাঁর (ধোনি) নামে রাখা হবে। কিন্তু চুক্তির কোনো শর্ত পালন করেনি সংস্থাটি।

আরও জানা যাচ্ছে, প্রথমেই ধোনি সংস্থার কর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেননি। তিনি চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার। কর্তৃপক্ষের সাথে বৈঠকও করেছিলেন। তাতেও কোনও লাভ হয়নি। এরপর একাধিকবার আইনি নোটিশ পাঠান ধোনি কিন্তু কোনো জবাব দেয়নি 'অর্ক স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড' বলে অভিযোগ।

মহেন্দ্র সিং ধোনির আইনজীবী দয়ানন্দ সিং বলেন, ওই সংস্থা ধোনির সাথে প্রতারণা করেছে। ধোনির ছবি ব্যবহার করেছে তারা। কিন্তু চুক্তি হয়েছিল ফ্র্যাঞ্চাইজি ফি ও সংস্থার লাভের একটি অংশ দেওয়া হবে ধোনিকে। পরে দেখা যায় প্রাক্তন ভারত অধিনায়ককে কিছুই দেওয়া হয়নি। ফলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি টাকারও বেশি।

আর্থিক প্রতারণার শিকার ধোনি
ICC Test Rankings: শেষ টেস্ট জিতলেও ICC ক্রম তালিকায় শীর্ষ স্থান হারালো ভারত! প্রথমে কোন দল?
আর্থিক প্রতারণার শিকার ধোনি
Ranji Trophy: অভিষেকেই বাজিমাত সৌরভের, ঋদ্ধির পর এই উইকেটকিপারকেও ভারতীয় দলে দেখছেন কোচ মোনায়োম
আর্থিক প্রতারণার শিকার ধোনি
IND vs SA: ১২৮ বছরের রেকর্ড ব্রেক, দক্ষিণ আফ্রিকার মাটিতে কী নজির সৃষ্টি হলো জানেন?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in