
শনিবার থেকে শুরু হবে বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ। ব্রিসবেনের ঐতিহ্যবাহী গাব্বায় হবে টেস্ট ম্যাচটি। এই মাঠ শুধু অস্ট্রেলিয়া নয়, বিশ্ব ক্রিকেটের এক গৌরবময় কেন্দ্র। তবে বিরাট কোহলিরা সম্ভবত গাব্বায় শেষবারের মতো খেলতে নামছেন। কারণ, ২০৩২ সালের অলিম্পিক্স গেমসের জন্য মাঠটি অলিম্পিক সংস্থার হাতে তুলে দেওয়া হবে। অ্যাথলেটিক্স কেন্দ্র রূপে গড়ে উঠবে স্টেডিয়ামটি।
৪২ হাজার আসনবিশিষ্ট গাব্বা স্টেডিয়ামকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করে আধুনিক অলিম্পিক ভেন্যুতে পরিণত করা হবে। তাহলে গাব্বার বিকল্প স্টেডিয়াম কোথায় হবে? সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ড ক্রিকেট সংস্থার কর্মকর্তারা নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য আলোচনা চালাচ্ছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে জানান, "গাব্বা কুইন্সল্যান্ডের ক্রিকেট ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এটি আধুনিকীকরণের জন্য অন্যত্র সরিয়ে নিতে হবে। নতুন স্টেডিয়াম তৈরি হলে ক্রিকেটপ্রেমীরা সেখানে গিয়ে ক্রিকেট উপভোগ করতে পারবেন"।
তিনি আরও বলেন, "ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে এবং প্রচুর টিকিট বিক্রি হয়েছে। আশা করছি, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন অনেকেই"।
২০৩২ সালের অলিম্পিক্সকে কেন্দ্র করে ব্রিসবেন শহরের ক্রীড়া পরিকাঠামোয় ব্যাপক উন্নয়ন হবে। ক্রিকেটের জন্য নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা আগামী কয়েক দশক ধরে টেস্ট ক্রিকেট এবং অস্ট্রেলিয়ার ফুটবল লিগের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।
এই পরিবর্তনের ফলে গাব্বা স্টেডিয়াম একটি ঐতিহাসিক অধ্যায় শেষ করবে। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের এই ম্যাচ ক্রিকেটপ্রেমীদের কাছে আবেগপ্রবণ হতে চলেছে। ঐতিহ্যের গাব্বায় টেস্ট জিতে সিরিজে আরও একবার এগিয়ে যেতে চাইছেন রোহিত শর্মারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন