Border Gavaskar Trophy: মেলবোর্নে পিচ বিতর্ক নিয়ে মুখ খুললেন রোহিত! কী জানালেন ভারত অধিনায়ক?

People's Reporter: রোহিত জানান, "আমাদের পুরনো পিচে প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল। ওই পিচ গুলো সম্ভবত বিগ ব্যাশের জন্য ব্যবহার করা হয়েছিল। নতুন পিচ আমরা আজ দেখলাম। পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করব"।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

মেলবোর্নে বিতর্কিত পিচ নিয়ে এবার মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁদের পুরনো পিচেই অনুশীলন করতে দেওয়া হয়েছিল বলে সাফ জানালেন তিনি। অবশ্য নতুন পিচে অনুশীলন করা হবে বলেও সাংবাদিক সম্মেলনে জানান রোহিত।

সোমবারই অভিযোগ ওঠে ভারতীয় দলের জন্য পুরনো এবং অস্ট্রেলিয়া দলের জন্য নতুন পিচ দেওয়া হয় অনুশীলনের জন্য। ভারতীয় পেসার আকাশ দীপ জানিয়েছিলেন, 'পিচ দেখে মনে হচ্ছে একদিনের ম্যাচের জন্য তৈরি। বাউন্সও কম ছিল।' মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেগ যদিও এই অভিযোগ অস্বীকার করে জানান, নিয়মানুযায়ী ম্যাচের ৩ দিন আগে নতুন পিচ দেওয়া হয়। ভারত তার আগে অনুশীলন করায় নতুন পিচ পায়নি।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রোহিত জানান, "আমাদের পুরনো পিচে প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল। ওই পিচগুলো সম্ভবত বিগ ব্যাশের জন্য ব্যবহার করা হয়েছিল। নতুন পিচ আজ আমরা দেখলাম। পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করব"।

পাশাপাশি দলে নতুন স্পিনার তনুশের অন্তর্ভুক্তি নিয়ে রোহিত বলেন, "অশ্বিনের বিকল্প হিসেবে কাউকে নিতেই হতো। আর তনুশের পারফর্ম খুব ভালো। কুলদীপের হার্নিয়া অপারেশন হয়েছে। পাশাপাশি ভিসার সমস্যা রয়েছে। সেই কারণে একমাসের জন্য তনুশকে বেছে নেওয়া হয়েছে। প্রথম একাদশে কারা খেলবে এখনও ঠিক করা হয়নি। তবে জেতার মানসিকতা নিয়েই আমরা নামবো"।

শুধু তাই নয় বিরাট কোহলির ফর্ম নিয়েও মন্তব্য করলেন ভারত অধিনায়ক। তিনি জানান, "কোহলিকে নিয়ে নতুন কিছু বলার নেই। ও বর্তমান সময়ের সেরা ক্রিকেটার। ও নিজেই সমস্যার সমাধান খুঁজে বের করবে। বড় প্লেয়ার। কয়েকটা ম্যাচ এমন হতেই পারে। আমরাও আশা করছি ও আবার নিজের ছন্দে ফিরে আসবে"।

রোহিত শর্মা
Mohammad Shami: অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না শামির! জানিয়ে দিল বোর্ড
রোহিত শর্মা
Border Gavaskar Trophy: ৩ ইনিংসে মাত্র ১৯ রান! ফর্মে ফিরতে রোহিতকে কী পরামর্শ দিলেন শাস্ত্রী?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in