Border Gavaskar Trophy: 'পুষ্পা' নীতিশের সামনে 'ঝুঁকছে' অস্ট্রেলিয়া! মেলবোর্নে সেঞ্চুরি করে নজির

Peoples Reporter: নীতিশ কুমার রেড্ডি ধারাবাহিকভাবে দলের হয়ে রান করছেন। শনিবার ১৭৬ বল খেলে ১০৫ রানে অপরাজিত রয়েছেন।
সেঞ্চুরির পর নীতিশ কুমার রেড্ডি
সেঞ্চুরির পর নীতিশ কুমার রেড্ডিছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি করলেন নীতিশ কুমার রেড্ডি। চলতি টেস্ট সিরিজে ধারাবাহিক পারফর্ম করেছেন নীতিশ কুমার। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম শতরান করলেন তিনি।

চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামেন নীতিশ কুমার। হাফসেঞ্চুরি করে 'পুষ্পা' সিনেমার পুষ্পা ঝুঁকেগা নেহি সেলিব্রেশন করেন নীতিশ। ওয়াশিংটন সুন্দরের সাথে অনবদ্য পার্টনারশিপ করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি।

নীতিশ কুমার রেড্ডি ধারাবাহিকভাবে দলের হয়ে রান করছেন। শনিবার ১৭৬ বল খেলে ১০৫ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সাথে ৭ বল খেলে ২ রানে অপরাজিত আছেন মহম্মদ সিরাজ। আলো কম থাকার কারণে তৃতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছে। এখনও ১১৬ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

সেঞ্চুরির করার সাথে সাথেই বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগদের এলিট ক্লাবে প্রবেশ করলেন ২১ বছরের রেড্ডি। বক্সিং ডে টেস্টে মেলবোর্নে এর আগে সেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। ২০০৩ সালে তিনি ২৩৩ বলে ১৯৫ রান করেছিলেন। ২০১৪ সালে মেলবোর্নেই ২৭২ বলে ১৬৯ রান করেছিলেন কোহলি। ওই একই ম্যাচে ১৭১ বলে ১৪৭ রান করেছিলেন অজিঙ্কা রাহানে। ২০১৮ সালে মেলবোর্নেই ৩১৯ বলে ১০৬ রান করেছিলেন চেতেশ্বর পূজারা। ২০২০ সালে একই স্টেডিয়ামে ২২৩ বলে ১১২ রান করেছিলেন রাহানে। রাহানেই একমাত্র ভারতীয় যাঁর বক্সিং ডে টেস্টে মেলবোর্নে জোড়া সেঞ্চুরি রয়েছে। ২০২৪ সালে সেঞ্চুরি করে তারকাদের ক্লাবে প্রবেশ করলেন নীতিশ কুমার রেড্ডি।

ম্যাচ শেষে নীতিশ কুমার রেড্ডির বাবা বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে এটা ওর প্রথম সেঞ্চুরি। খুবই ভালো লাগছে। বিশেষ করে বুমরাহ যখন আউট হয়ে যায় তখন চিন্তায় পড়ে গিয়েছিলাম। সিরাজের দিকে তাকিয়ে ছিলাম। ওভারের শেষ ৩টে বল সে খেলতে পারবে কিনা। তবে সিরাজ পেরেছে। অসংখ্য ধন্যবাদ তাঁকে"।

সেঞ্চুরির পর নীতিশ কুমার রেড্ডি
Border Gavaskar Trophy: কোহলিকে 'জোকার' কটাক্ষ অজি মিডিয়ার! পাল্টা জবাব শাস্ত্রীর
সেঞ্চুরির পর নীতিশ কুমার রেড্ডি
Dr Manmohan Singh: ভারত-পাক সিরিজ থেকে জাতীয় লিগ, ক্রীড়াক্ষেত্রেও মনমোহন ছিলেন উজ্জ্বল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in