
বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে ফিরছেন অজি পেসার জস হেজেলউড। চোটের কারণে গোলাপি বলের টেস্টে ছিলেন না তিনি। তবে দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নেওয়ায় বোলান্ডের জায়গা হবে না। যার জন্য দুঃখপ্রকাশও করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে হেজেলউড ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও নজরকাড়া বোলিং করেন তিনি। ২১ ওভার বল করে মাত্র ২৮ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করেছিলেন। অন্যদিকে, গোলাপি বল টেস্টে জস হেজেলউডের অনুপস্থিতি সম্পূর্ণ ঢেকে দিয়েছিলেন স্কট বোলান্ড। তিনি প্রথম ইনিংসে ২টি এবং দ্বিতীয় ইনিংসে ৩টি অর্থাৎ মোট ৫টি উইকেট সংগ্রহ করেছিলেন বোলান্ড।
অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, জস হেজেলউড ফিট হয়েছেন এটা খুবই খুশির খবর। তিনি তৃতীয় টেস্ট খেলবেন। তবে বোলান্ডের জন্য একটু খারাপ লাগছে। ও ভালো পারফর্ম করেও বাদ পড়ছে। আগেও ওর সাথে এমন হয়েছে। তবে অনেক বড়ো সিরিজ। পরে অবশ্যই তিনি খেলবেন।
তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল - প্যাট কামিন্স, নাথান ম্যাকসুইনি, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচ মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, স্কট বোলান্ড।
আগামীকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। সিরিজ ১-১ ব্যবধানে ড্র রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে লিড নিতে জোরকদমে অনুশীলন করছে ভারতীয় দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন