Border Gavaskar Trophy: মেলবোর্ন টেস্টে তীব্র গরমের পূর্বাভাস! বাড়তি সতর্কতা ক্রিকেট অস্ট্রেলিয়ার

People's Reporter: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন ৩৯-৪২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডছবি - এমসিজির ফেসবুক পেজ
Published on

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট। আর ওই দিনই ২০২৪ সালে মেলবোর্নের তাপমাত্রা রেকর্ড গড়তে পারে। বছরের উষ্ণতম দিনের সাক্ষী হতে পারে মেলবোর্ন। এমনই পূর্বাভাস রয়েছে। যা নিয়ে টেস্টের জন্য বাড়তি সতর্কতা নিচ্ছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চতুর্থ টেস্টের প্রথম দিন তাপমাত্রা ৩৯-৪২ ডিগ্রি হতে পারে। তীব্র গরম পড়বে ওইদিন। যা বছরের উষ্ণতম দিনে পরিণত হতে পারে। তবে বাকি ৪ দিন তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন ৩৯-৪২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। দ্বিতীয় দিন ২৫-২৬ ডিগ্রি, তৃতীয় দিন ২৪-২৫ ডিগ্রি, চতুর্থ দিন ২৫-২৬ ডিগ্রি এবং পঞ্চম দিনে ২৬-২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে মেলবোর্নের তাপমাত্রা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস অ্যালপস বলেন, আবহাওয়া দপ্তর তীব্র গরমের সতর্কতা জারি করেছে। যা ক্রিকেটারদের খেলার জন্য কঠিন হতে পারে। তবে মেলবোর্নে প্রথম দুটি সেশনে তেমন কোনও অসুবিধা হবে না বলেই আশা করা হয়। প্লেয়ারদের কথা ভেবে অতিরিক্ত ড্রিংকস ব্রেক রাখা হতে পারে।

তিনি আরও বলেন, মেলবোর্নে টেস্ট হলে প্রতিবারই সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। এবারেও সেটা হয়েছে। আশা করছি রেকর্ড দর্শকের সমাগম হবে। তাঁদের সুরক্ষার জন্যও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ হল জল খাওয়ার কথা বলে হয়েছে। পাশাপাশি টুপি, ছাতার মতো সামগ্রীও সাথে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

তৃতীয় টেস্ট বৃষ্টির কারণে সম্পূর্ণ হয়নি। যার কারণে সিরিজ এখনও ১-১ রয়েছে। অস্ট্রেলিয়াকে চতুর্থ টেস্টে হারাতে মরিয়া রোহিত বাহিনী। তবে ভারতকে চিন্তায় রেখেছে রোহিত এবং বিরাট কোহলির ফর্ম।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নয়া জট, নিরপেক্ষ ভেন্যুতে আপত্তি পাকিস্তানের!
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
Ravichandran Ashwin: 'দেশের মাটিতে অবসর নিতে পারতেন...' - অশ্বিনের সিদ্ধান্তে হতাশ কপিল দেব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in