Ranji Trophy: হরিয়ানার বিরুদ্ধে লজ্জার হার! রঞ্জি থেকে কার্যত বিদায় বাংলার

People's Reporter: টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। প্রথম ইনিংসে ১৫৭ রানেই শেষ হয় হরিয়ানার ব্যাটিং লাইন আপ।
লজ্জার হার বাংলার
লজ্জার হার বাংলারছবি - সংগৃহীত
Published on

রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে লজ্জার হার বাংলার। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে আউট হল বাংলা। পাশাপাশি রঞ্জি থেকেও বিদায় নিশ্চিত হয়ে গেল ঋদ্ধিমান সাহাদের।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। প্রথম ইনিংসে ১৫৭ রানেই শেষ হয় হরিয়ানার ব্যাটিং লাইন আপ। জবাবে ব্যাট করতে নেমে অঙ্কিত চ্যাটার্জি, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল ছাড়া তেমন কেউ রান করতে পারেননি। মাত্র ১২৫ রানেই শেষ হয় বাংলার প্রথম ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হরিয়ানার প্রথম ৭ জন ব্যাটারই রান করেন। যার মধ্যে হিমাংশু রানা ৭২ এবং নিশান্ত সিন্ধু ৮০ রান করেন। এছাড়া লক্ষ্য সুমন দালাল ১০৫ বলে ৩৮ রান, অঙ্কিত রাজেশ কুমার ৩৭ বলে ৩২ রান, ধীরু সিং ২০, রোহিত শর্মা (উইকেটরক্ষক) ২৮ এবং জয়ন্ত যাদব ২৯ রান করেন। হরিয়ানা দ্বিতীয় ইনিংসে ৩৩৬ রান সংগ্রহ করে।

তবে হরিয়ানার বোলারদের দাপটে বাংলার দ্বিতীয় ইনিংসে ধস নামে ব্যাটিং লাইন আপে। অনশুল কম্বোজ এবং অনুজ হীরা ঠকরল ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট পান অজিত চাহাল। বাংলার সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল এবং সুরজ ফেরেন শূন্য রানে। অঙ্কিত চ্যাটার্জি (২১) এবং ঋদ্ধিমান সাহা (২৫*) ছাড়া অন্য ব্যাটারদের ব্যাট থেকে বেশি রান আসেনি। মাত্র ৮৫ রানে শেষ হয়ে যায় বাংলার দ্বিতীয় ইনিংস।

তৃতীয় দিনেই ২৮৩ রানে হারতে হয় বাংলাকে। এই লজ্জার হারের পাশাপাশি রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান করে বাংলা। রঞ্জি ট্রফি থেকে কার্যত ছিটকে গেল লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা।

লজ্জার হার বাংলার
ICC: আইসিসির বর্ষসেরা টি-২০ দলের অধিনায়ক রোহিত শর্মা! তালিকায় আর কারা? দেখুন একনজরে
লজ্জার হার বাংলার
রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত নয় - ভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসনের হুমকি আন্তর্জাতিক কুস্তি সংস্থার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in