'BCCI-কে শর্তাদি প্রয়োগ করতে দেওয়া উচিত নয়' - এশিয়া কাপ নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাক তারকা

মইন খান বলেন, ক্রিকেট পাকিস্তানকে তিনি বলেন, ক্রিকেট হওয়া উচিত এবং দুই বোর্ডের উচিত সমস্যা সমাধানের চেষ্টা করা। ভারত কেন পাকিস্তানে আসতে চায় না তা নিয়ে আলোচনা করা দরকার।
এশিয়া কাপ নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাক তারকা
এশিয়া কাপ নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাক তারকাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

চলতি বছরই এশিয়া কাপ আয়োজিত হবে পাকিস্তানে। তবে ভারতের ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাবে না। এই সমস্যার সমাধানের জন্য বিসিসিআই এবং পিসিবি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্ভবত নিরপেক্ষ ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচ। এশিয়া কাপ নিয়ে বৈঠকে অবশ্য বিশ্বকাপে পাকিস্তানের ভারতে আসা নিয়ে কোনোরকম আলোচনা হয়নি। নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মইন খান এবার কথা বললেন এই প্রসঙ্গে। ক্রিকেট পাকিস্তানকে তিনি বলেন, ক্রিকেট হওয়া উচিত এবং দুই বোর্ডের উচিত সমস্যা সমাধানের চেষ্টা করা। ভারত কেন পাকিস্তানে আসতে চায় না তা নিয়ে আলোচনা করা দরকার। ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে, তাহলে পাকিস্তানেরও ভারতের বিশ্বকাপে যাওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, আমি মনে করি পাকিস্তান ক্রিকেট বোর্ডের এর বিরোধিতা করা উচিত। ভারত যদি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলে, পাকিস্তানের ম্যাচগুলিও নিরপেক্ষ ভেন্যুতে হওয়া উচিত। শুধুমাত্র আর্থিক শ্রেষ্ঠত্বের কারণে বিসিসিআইকে শর্তাদি প্রয়োগ করতে দেওয়া উচিত নয় পিসিবির।

এ প্রসঙ্গে প্রাক্তন পাক অধিনায়ক বলেন, "ক্রিকেট খেলাকে প্রভাবিত করা উচিত নয়। আর্থিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে কাজ করলে কোনো সমাধান হবে না। প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশগুলোর নিজস্ব মর্যাদা আছে। যেহেতু তারা প্রতিযোগিতামূলকভাবে ক্রিকেট খেলছে। বোর্ডের আর্থিক অবস্থার ভিত্তিতে কোনো পক্ষপাতিত্ব করা উচিত নয়। এটা 'ক্রিকেটের চেতনার' পরিপন্থী।"

এশিয়া কাপ নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাক তারকা
IPL 2023: সাকিবের পরিবর্তে মারকুটে ব্রিটিশ ওপেনারকে দলে নিলো নাইট রাইডার্স
এশিয়া কাপ নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাক তারকা
IPL 2023: কলকাতার বিরুদ্ধে নামার আগেই ধাক্কা RCB-র, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন এই ক্রিকেটার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in