IPL 2023: কলকাতার বিরুদ্ধে নামার আগেই ধাক্কা RCB-র, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন এই ক্রিকেটার

গত মরশুমের প্লে অফে আরসিবির হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন রজত। চলতি মরশুম শুরুর আগে শোনা যাচ্ছিল, চোটের কারণে প্রথম কয়েক ম্যাচে পাওয়া যাবে না তাঁকে।
টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন রজত পাতিদার
টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন রজত পাতিদারছবি - সংগৃহীত

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইডেনে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে দাপুটে জয় তুলে নেওয়ার পর কলকাতার বিপক্ষেও জয় তুলে নেওয়ার জন্য মুখিয়ে আছেন ফাফ ডু প্লেসি-বিরাট কোহলিরা। তবে কলকাতার বিরুদ্ধে নামার আগে আরসিবি শিবিরে এলো বড় ধাক্কা। চোটের কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন দলের অন্যতম ভরসা যোগ্য ব্যাটার রজত পাতিদার।

গত মরশুমের প্লে অফে আরসিবির হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন রজত। চলতি মরশুম শুরুর আগে শোনা যাচ্ছিল, চোটের কারণে প্রথম কয়েক ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। ব্যাঙ্গালুরুতে রিহ্যাব চলবে। তারপর পাওয়া যাবে তাঁকে। কিন্তু তা আর সম্ভব হচ্ছে না। অ্যাখিলিস হিলের চোট এতোটাই গুরুতর যে, সম্পূর্ণ আইপিএল থেকেই ছিটকে গেলেন তিনি।

মঙ্গলবার আরসিবির পক্ষ থেকে জানানো হয়, রজত পাতিদারকে এই মরশুমে পাওয়া যাবে না। তাঁর পরিবর্তে কোন ক্রিকেটারকে দলে নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

প্রথম ম্যাচে জয় পেলেও বেশ চাপের মধ্যে থাকছে আরসিবি। বোলিং বিভাগ নিয়ে সমস্যায় পড়তে হতে পারে ডু প্লেসিদের। অজি পেসার জস হেজেলউড মাঝামাঝি সময়ে দলে যোগ দেবেন। এদিকে মুম্বইয়ের বিপক্ষে চোট পেয়েছেন রিস টপলি। তাঁর চোট গুরুতর বলেই অনুমান করা হচ্ছে। বৃহস্পতিবার কলকাতার বিপক্ষে টপলি খেলবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। আরসিবির এই ম্যাচের প্রথম একাদশ নিয়েও রয়েছে ধোঁয়াশা।

মোহালিতে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে হেরেছে নাইট রাইডার্স। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৭ রানে পাঞ্জাব জয় পায়। নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার প্রথম জয় তুলে নেওয়ার অপেক্ষায় নীতিশ রানারা।

টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন রজত পাতিদার
ডোপ টেস্টে ব্যর্থ, ৪ বছর নির্বাসিত কমনওয়েলথ গেমসে দু'বারের সোনা জয়ী সঞ্জিতা চানু
টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন রজত পাতিদার
La Liga: লা লিগা সভাপতি জাভিয়ের তেবাসের পদত্যাগের দাবি তুললো বার্সেলোনা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in