

গত বছর ডোপ টেস্টে ব্যর্থ হয়েছিলেন কমনওয়েলথ গেমসে দু'বারের সোনা জয়ী ভারতীয় ভারোত্তলক সঞ্জিতা চানু। যে কারণে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি চার বছরের জন্য নিষিদ্ধ করলো তারকা ভারোত্তলককে। গতবছর বছরের সেপ্টেম্বর-অক্টোবরে গুজরাটে জাতীয় গেমসে নমুনা নেওয়া হয়েছিল সঞ্জিতার। সেই নমুনায় একটি অ্যানাবলিক স্টেরয়েড-ড্রস্ট্যানোলোন মেটাবোলাইট পাওয়া যায়।
সঞ্জিতা চানুর চার বছরের নির্বাসনের খবরটি নিশ্চিত করেছেন ইন্ডিয়ান ওয়েটলিফ্টিং ফেডারেশনের (IWF) সভাপতি সহদেব যাদব। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, "হ্যাঁ, তাকে (সঞ্জিতা চানু) NADA চার বছরের নিষেধাজ্ঞা দিয়েছে।"
এই নির্বাসনের ফলে বড় ধাক্কা খেলেন এই মনিপুরী ভারোত্তলক। জাতীয় গেমসে রূপো জিতেছিলেন তিনি। এই নিষেধাজ্ঞার সাথে সাথে সেই পদকও হারালেন তিনি।
২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সঞ্জিতা। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন তিনি। সঞ্জিতার কাছে অবশ্য এখনও সুযোগ রয়েছে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার। কিন্তু তিনি তা করবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আপিল করলেও এশিয়ান গেমস এবং অলিম্পিক্সের দরজা একপ্রকার বন্ধ হয়ে গেলো সঞ্জিতার জন্য।
এই প্রথমবার ডোপ টেস্টে ব্যর্থ হলেন না সঞ্জিতা। এর আগে ২০১৭ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে অ্যানাবলিক স্টেরয়েড টেস্টোস্টেরনের জন্য ইতিবাচক পরীক্ষা করার পরে তাঁকে ২০১৮ সালে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন (IWF) দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। ২০২০ সালে সেই নির্বাসন কাটিয়ে ফিরছিলেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন