
এস্পানিওলের বিরুদ্ধে নামার আগে ধাক্কা বার্সা শিবিরে। শারীরিক অসুস্থতার কারণে চলতি মরসুম থেকে ছিটকে গেলেন দলের অন্যতম তারকা প্লেয়ার ফেরান তোরেস।
ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হওয়ার কারণে জরুরি অস্ত্রোপচার করতে হয় তোরেসের। ফলে চলতি মরসুমে তাঁকে আর কোনো ম্যাচে পাওয়া যাবে না।
বার্সেলোনার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, "ফেরান তোরেসের ১৪ মে অ্যাপেন্ডিসাইটিসের সফল অস্ত্রোপচার করা হয়েছে। ক্লাবের মেডিকেল কর্মীদের তত্ত্বাবধানে হাসপাতাল ডি বার্সেলোনার ডাক্তার করোলিউ এবং বোরাস এই অস্ত্রোপচারটি করেছিলেন। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে।"
বৃহস্পতিবার কাতালান ডার্বিতে মুখোমুখি হবে বার্সেলোনা এবং এস্পানিওল। বর্তমানে লা লিগার শীর্ষে রয়েছে বার্সা। এস্পানিওল রয়েছে ১৬ নম্বরে। পিছিয়ে থাকলেও যথেষ্ট শক্তিশালী দল এই এস্পানিওল। এই ম্যাচ জিততে পারলেই লা লিগা চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা। কারণ এই মুহূর্তে লিগ খেতাব জয়ের জন্য লড়ছে বার্সা এবং রিয়াল মাদ্রিদ। ৩৫ ম্যাচ খেলে ইয়ামালদের পয়েন্ট ৮২ এবং ৩৬ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৭৮। মোট ম্যাচ হবে ৩৮টি। বার্সার হাতে রয়েছে ৩টি ম্যাচ। রিয়াল খেলবে ২টি ম্যাচ। ২টি ম্যাচ থেকে এমবাপ্পেরা সর্বোচ্চ পাবেন ৬ পয়েন্ট। সেক্ষত্রে রিয়ালের পয়েন্ট হবে ৮৪। আর বার্সেলোনার দরকার মাত্র ৩ পয়েন্ট। ৩টি ম্যাচ ড্র বা ৩টির মধ্যে ১টি ম্যাচ জিতলেও লক্ষ্যপূরণ হবে রাফিনহাদের। কিন্তু বার্সাকে ভাবাচ্ছে ফেরানের না থাকা। ফেরান না থাকায় প্রথম থেকে শুরু করতে পারেন রবার্ট লেভনডস্কি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন